এক্সপ্লোর
Advertisement
শীতের মুখে আরও ভয়াবহ ডেঙ্গি, উত্তর ২৪ পরগনায় আক্রান্তর সংখ্যা বেড়ে ১৬ হাজার ৮৬
স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী, রাজ্যজুড়ে আক্রান্তের সংখ্যা প্রায় ৪৫ হাজার। সরকারি হিসেব অনুযায়ী, রাজ্যে ডেঙ্গিতে মৃতের সংখ্যা ২৩। যদিও, বেসরকারি মতে, সংখ্যাটা ৪৩। এর মধ্যে ডেঙ্গির চরিত্র বদল নিয়ে দুশ্চিন্তায় বিশেষজ্ঞরা।
কলকাতা: শীতের মুখেও ক্রমেই রাজ্যজুড়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। বিশেষত সাইক্লোন বুলবুলের পর প্রকোপ বেড়েছে এই মশাবাহিত রোগের। স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী, রাজ্যজুড়ে আক্রান্তের সংখ্যা প্রায় ৪৫ হাজার। সরকারি হিসেব অনুযায়ী, রাজ্যে ডেঙ্গিতে মৃতের সংখ্যা ২৩। যদিও, বেসরকারি মতে, সংখ্যাটা ৪৩। এর মধ্যে ডেঙ্গির চরিত্র বদল নিয়ে দুশ্চিন্তায় বিশেষজ্ঞরা। পশ্চিমবঙ্গে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা গত ১৮ দিনে প্রায় দ্বিগুণ বেড়েছে।
উত্তর ২৪ পরগনায় ভয়াবহ আকার নিয়েছে ডেঙ্গি। স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী, জেলায় ডেঙ্গি আক্রান্তর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৮৬। জেলায় সবথেকে বেশি ডেঙ্গি আক্রান্ত হাবড়া পুর এলাকায়। সেখানে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩৫৫ জন। সরকারি রিপোর্ট বলছে অশোকনগর, গাইঘাটা, বিধাননগর ব্লকেও ডেঙ্গি আক্রান্তের সংখ্যা কয়েক হাজার।
কয়েকদিন আগেই ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে প্রবল বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে। বৃষ্টির সেই জমা জলে মশার বাড়বাড়ন্তের জন্য, আরও ভয়ঙ্কর চেহারা নিতে পারে ডেঙ্গি। আশঙ্কা বিশেষজ্ঞদের। জাঁকিয়ে ঠাণ্ডা না পড়া পর্যন্ত ডেঙ্গির প্রকোপ কমার সম্ভাবনা কম, মত চিকিৎসকদের।
নভেম্বর মাস পড়ে গেলেও ডেঙ্গি কমার হওয়ার কোনও লক্ষণ নেই। এই প্রেক্ষাপটে ডেঙ্গি মোকাবিলায় ব্যর্থতা এবং ডেঙ্গি নিয়ে তথ্যও গোপনের অভিযোগে বুধবার কলকাতা পুরসভা অভিযান করে বিজেপি। মিছিল প্রতিহত করতে জলকামান ছুঁড়ে এবং লাঠিচার্জ করে পুলিশ। এনিয়ে তৃণমূল সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছে গেরুয়া শিবির।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement