এক্সপ্লোর
Advertisement
অতিমারীর প্রকোপে বাতিল বৈষ্ণোদেবী তীর্থযাত্রা? প্রসাদ পৌঁছে যাবে বাড়ির দোরগোড়ায়
অনেককেই বাতিল করতে হয়েছে এই বছরের বৈষ্ণোদেবী তীর্থযাত্রা। তবে কি অমিল প্রসাদও? ভক্তদের জন্য নতুন উপায় আনল বৈষ্ণোদেবী কর্তৃপক্ষ। এবার কুরিয়ারের মাধ্যমে বাড়িতে বসেই হাতে পাওয়া যাবে প্রসাদ।
নয়াদিল্লি: পৃথিবী জুড়ে অতিমারীর প্রকোপ। লন্ডভন্ড জীবন। অনেককেই বাতিল করতে হয়েছে এই বছরের বৈষ্ণোদেবী তীর্থযাত্রা। তবে কি অমিল প্রসাদও? ভক্তদের জন্য নতুন উপায় আনল বৈষ্ণোদেবী কর্তৃপক্ষ। এবার কুরিয়ারের মাধ্যমে বাড়িতে বসেই হাতে পাওয়া যাবে প্রসাদ।
সূত্রের খবর, পাঁচ মাস বন্ধ থাকার পর গত ১৬ অগাস্ট ফের খোলা হয়েছে ত্রিকূট পাহাড়ের বৈষ্ণোদেবী মন্দির। কিন্তু বেশিরভাগ মানুষের পক্ষেই এখন মন্দিরে যাওয়া অসম্ভব। তাই যে সমস্ত ভক্তরা মন্দিরে যেতে পারবেন না তাঁদের জন্য প্রসাদ পাঠানোর ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। সম্প্রতি মন্দিরের বোর্ডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে পোস্ট অফিস সংস্থা। তাঁরাই পোস্টের মাধ্যমে প্রসাদ পাঠাবে গোটা দেশের ভক্তদের।
কিভাবে মিলবে এই প্রসাদ? মন্দির কর্তৃপক্ষ জানাচ্ছেন, এই উদ্যোগ কেবল যে সমস্ত ইচ্ছুক ব্যক্তিরা এই অতিমারীর কারণে তীর্থে আসতে পারেননি তাদের জন্য। কোনও লাভ বা ক্ষতির হিসাবে এই উদ্যোগ চলবে না। মন্দিরের ওয়েবসাইট বা ৯৯০৬০১৯৪৭৫ এই নম্বরে ফোন করে অগ্রিম বুক করা যাবে প্রসাদ।
কোভিড নিয়মাবলি মেনে এই মাসের মাঝামাঝি সময়ে খুলে গেছে বৈষ্ণদেবী মন্দির। তবে এখন কোনও হেল্পার বা ঘোড়াকে সাহায্যের জন্য নিয়ে যাওয়া নিষেধ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
Advertisement