এক্সপ্লোর
Advertisement
জানতেন? শ্রদ্ধা কপূর নাকি ‘বয়ফ্রেন্ড’ রোহন শ্রেষ্ঠকে কাজ করতে দিচ্ছেন না প্রাক্তন প্রেমিক ফারহান আখতারের সঙ্গে!
মুম্বই: রক অন ২-র শ্যুটিংয়ের সময় শ্রদ্ধা কপূর ও ফারহান আখতারের মাখামাখি সক্কলের চোখে লেগেছিল। ঘনিষ্ঠতা এমন পর্যায়ে পৌঁছয় যে শ্রদ্ধা নাকি ফারহানের ফ্ল্যাটে জিনিসপত্র নিয়ে চলেও গিয়েছিলেন, মাসি পদ্মিনী কোলাপুরে ও বাবা শক্তি কপূর কার্যত হিড়হিড় করে টেনে ফেরত নিয়ে আসেন তাঁকে। কিন্তু সে সব এখন অতীত। ফারহান বেশ ঢাকঢোল পিটিয়েই প্রেম করছেন শিবানী দাণ্ডেকরের সঙ্গে, আর শ্রদ্ধার নতুন বয়ফ্রেন্ড নাকি রোহন শ্রেষ্ঠ।
এক সময় যে ফারহানের ফ্ল্যাটে তিনি উঠে গিয়েছিলেন বলে শোনা গিয়েছিল, সেই ফারহানের সঙ্গেই শ্রদ্ধা তাঁর বয়ফ্রেন্ডকে কাজ করতে দিচ্ছেন না বলে খবর। রোহন পেশায় ফটোগ্রাফার। ফারহানের সঙ্গে তাঁর একটি ফটোশ্যুট করার কথা ছিল কিন্তু সেই অফার রোহন নাকচ করে দিয়েছেন। কারণ শ্রদ্ধার আপত্তি। একটি দিওয়ালি পার্টিতে নাকি গিয়েছিলেন ফারহান ও শিবানী দাণ্ডেকর, শ্রদ্ধা ঢুকতেই তাঁরা বেরিয়ে যান সেখান থেকে।
শ্রদ্ধা এখন ব্যস্ত তাঁর আগামী ছবি স্ট্রিট ডান্সার নিয়ে। এতে তিনি কাজ করবেন বরুণ ধবনের সঙ্গে। এছাড়া তাঁর হাতে রয়েছে সাইনা নেহওয়ালের বায়োপিক, ছিছোড় ও সাহো ছবি।
উল্টোদিকে ফারহান আগামী মাস থেকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে শুরু করবেন দ্য স্কাই ইজ পিঙ্ক ছবির শ্যুটিং। এই ছবির মাধ্যমে ৩ বছর পর ফের হিন্দি ছবিতে ফিরবেন প্রিয়ঙ্কা চোপড়া।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
ইন্ডিয়া
Advertisement