পেয়েছিলেন সেরার স্বীকৃতি, ৫৫ বছর বয়সে প্রয়াত ম্যাডক্স স্কোয়ারের প্রতিমাশিল্পী অরুণ পাল
হঠাৎ প্রতিমাশিল্পী অরুণ পালের মৃত্যু।
কলকাতা: দক্ষিণ কলকাতার প্রাণকেন্দ্র, দুর্গা পুজোর চার দিন যেখানে আনন্দের ফোয়ারা ছোটে এবার সেই ম্যাডক্স স্কোয়ারেই হঠাৎ যেন বিষাদের সুর। করোনা আবহে এমনিই পুজোর সমাগম নিয়ে উদ্যোক্তাদের কপালে চিন্তার ভাঁজ। তার ওপর হঠাৎ প্রতিমাশিল্পী অরুণ পালের মৃত্যুতে যেন আরও অন্ধকার ঘনিয়ে এল। শনিবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ৫৫ বছরের শিল্পীর।
আরও পড়ুন: ঢাকে পড়ল কাঠি, খুঁটি পুজো দিয়ে কলকাতায় শুভারম্ভ হল দুর্গা পুজোর
সদ্য প্রয়াত শিল্পী অরুণ পালের বড় ছেলে অভিরূপ পাল এবিপি আনন্দকে বলেছে, “বাবার সুগার ফল করে গিয়েছিল। পিয়ারলেস হাসপাতালে নিয়ে যেতে ওখানে চিকিৎসকরা বললেন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবার মৃত্যু হয়েছে।”
দ্বাদশ শ্রেণির ছাত্র অভিরূপ এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছে। বাণিজ্য বিভাগের ছাত্র অভিরূপের ভাই অন্তরীপ ষষ্ঠ শ্রেণিতে পড়ে। বাড়িতে রয়েছেন মা, দিদা এবং মাসি।
আরও পড়ুন: পুজো হবে, করোনা আবহেই কুমোরটুলি থেকে বিদেশে পাড়ি দিল দুর্গাপ্রতিমা
শিল্পী অরুণ পাল থাকতেন বেহালায়। তাঁর ওয়ার্কশপ কালীঘাটে। সেখানেই প্রতিমা গড়তেন অরুণবাবু। তাঁর অকাল প্রয়াণে স্বাভাবিক ভাবেই পটুয়াপাড়ায় এখন শোকের ছায়া। গতবারও ম্যাডক্স স্কোয়ারের মূর্তি গড়েছেন অরুণ পাল। এবারও কি অরুণ পালের ঘর থেকেই প্রতিমা আনবে ম্যাডক্সের পুজো উদ্যোক্তরা? শিল্পীর ছেলে অভিরূপ জানে না।
অতীতে হিন্দুস্তান পার্কের মতো স্বনামধন্য পুজোতেও এসেছে তাঁর প্রতিমা। শিল্পী অরুণ পাল সম্মানিত হয়েছিলেন এশিয়ান পেইন্টস শারদ সম্মানেও।