এক্সপ্লোর
সাতসকালে সল্টলেক এফডি ব্লকে পুজো মণ্ডপে ভয়াবহ আগুন, ভিতরেই ছিল প্রতিমা
ঘটনাস্থলে আসে দমকলের ৩টি ইঞ্জিন। পুজো উদ্যোক্তারা জানিয়েছেন আজ প্রতিমা বিসর্জনের কথা ছিল।

কলকাতা: সল্টলেকের এফডি ব্লকে পুজো মণ্ডপে ভয়াবহ আগুন। সকাল ৬টা ২০ মিনিট নাগাদ ওই মণ্ডপে আচমকাই আগুন লাগে। ওই সময় মণ্ডপে প্রতিমা ছিল।
আগুনে সম্পূর্ণ মণ্ডপ ভস্মীভূত হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের ৩টি ইঞ্জিন। পুজো উদ্যোক্তারা জানিয়েছেন আজ প্রতিমা বিসর্জনের কথা ছিল। কীভাবে আগুন লাগল, তা জানতে মণ্ডপের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ।
প্রতিমার কী অবস্থা, তা জানার চেষ্টা করা হচ্ছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন























