এক্সপ্লোর
Advertisement
মহালয়া থেকেই শুরু দুর্গাপুজো, এক মাস ধরে শারদ আনন্দে মেতে পুরুলিয়ার এই আশ্রম
ষষ্ঠীতে নয়, মহালয়াতেই পুজো শুরু। এবছর একমাস আগে ছিল মহালয়া। তাই একমাস ধরেই দুর্গাপুজো পুরুলিয়ার সাধুডাঙার বাগালবাবার আশ্রমে। মন্দিরে ভক্ত সমাগম হলেও, কড়াভাবে মানা হচ্ছে স্বাস্থ্যবিধি।
পুরুলিয়া: এবার মহালয়া থেকে পুজো অনেকটা দূরে। তবু মহালয়া মানেই তো পুজোর কাউন্টডাউন শুরু। ইতিমধ্যেই পাড়ায় পাড়ায় মাথা তুলছে প্যান্ডেল। কোথাও কোথাও মণ্ডপে চলে এসেছে প্রতিমা। হাওয়ায় পুজোর গন্ধ। পুরুলিয়ার সাধুডাঙায় বাগালবাবার আশ্রমে কিন্তু একমাস ধরেই পুজোর আমেজ। তার পাশেই ঘটে চলছে পুজো।
এখানকার পুজো ৭ দশকেরও বেশি পুরনো। এখানের রীতি-তে বেশ কিছু বৈচিত্র্য রয়েছে। যেমন, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের নবমীর দিন থেকে এখানে শুরু হয়ে যায় পুজো, অর্থাৎ জিতাষ্টমী থেকেই। বিজয়া দশমীর দিন ঘট বিসর্জন হলেও, সেদিনই এখানে প্রতিমা নিরঞ্জনের রীতি নেই। প্রতিমা নিরঞ্জন হয় হয় অষ্টমঙ্গলা পুজোর পরে। সব ট্র্যাডিশন মানার পাশাপাশি মানা হচ্ছে সব করোনা বিধিও।
প্রতিবছর মহালয়ার দিন থেকেই এই আশ্রমে ভিড় করেন বহু দর্শণার্থী। বহু সাধু সমাগমও ঘটে। কিন্তু, করোনা আবহে এবছর নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। বোধন, পুষ্পাঞ্জলির সময় ভিড় নিয়ন্ত্রণ করতে বাড়তি সতর্কতা নিচ্ছে আশ্রম কমিটি।
পুজো আসতে আর কয়েকটা দিন বাকি। কিন্তু, তার আগেই পুজোর আনন্দে মশগুল পুরুলিয়ার সাধুডাঙা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement