এক্সপ্লোর
Advertisement
বিরোধীরা ভুল বোঝাচ্ছে, কৃষকদের পাশে আছে সরকার, গুজরাত থেকে বার্তা মোদির
Message of PM Modi to the farmers: আমরা কৃষকদের আশ্বাস দিচ্ছি, তাঁদের উদ্বেগের বিষয়টি আমাদের মাথায় আছে, বললেন প্রধানমন্ত্রী।
কচ্ছ: ফের আন্দোলনরত কৃষকদের উদ্দেশে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ গুজরাতের কচ্ছে এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে কৃষকদের সংগঠন ও বিরোধীরা যে দাবি জানিয়ে আসছিলেন, সেই অনুযায়ীই কৃষিক্ষেত্রে সংস্কার আনা হয়েছে। ভারত সরকার বরাবরই কৃষকদের কল্যাণের বিষয়ে দায়বদ্ধ। আমরা কৃষকদের আশ্বাস দিচ্ছি, তাঁদের উদ্বেগের বিষয়টি আমাদের মাথায় আছে।’
এই ইস্যুতে বিরোধীদের আক্রমণ করে প্রধানমন্ত্রী বলেছেন, ‘আজ যাঁরা বিরোধীপক্ষে বসে আছেন এবং কৃষকদের ভুল বোঝাচ্ছেন, তাঁরা যখন ক্ষমতায় ছিলেন, তখন এই সংস্কারের পক্ষে মতপ্রকাশ করেছিলেন। তাঁদের শাসনকালে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। এখন দেশ যখন এক ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে, তখন তাঁরা কৃষকদের বিপথে চালিত করছেন।’
প্রধানমন্ত্রী আরও বলেছেন, ‘সারা দেশ আজ প্রশ্ন করছে, যে ক্ষুদ্র চাষিরা শস্য ও ডাল উৎপন্ন করেন, তাঁরা কেন ফসল বিক্রি করার স্বাধীনতা পাবেন না? কৃষিক্ষেত্রে সংস্কারের দাবি অনেক বছরের। কৃষকদের অনেক সংগঠনই দাবি জানিয়েছিল, তাঁদের যে কোনও জায়গায় ফসল বিক্রি করার সুযোগ দিতে হবে। এখন যাঁরা বিরোধী, তাঁদেরও একই দাবি ছিল। কিন্তু তাঁরাই এখন কৃষকদের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছেন। তাঁরা কৃষকদের ভুল বোঝাচ্ছেন। দেশ যখন এই পদক্ষেপ নিয়েছে, তখন তাঁরা কৃষকদের বিভ্রান্ত করে দিচ্ছেন। কৃষিক্ষেত্রে নতুন সংস্কারের ফলে তাঁদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। তাঁদের মনে হচ্ছে, অন্যরা কৃষকদের জমির দখল নেবে। আপনারা আমাকে বলুন, একজন গোয়ালা যখন আপনাদের কাছ থেকে দুধ নেওয়ার বিষয়ে চুক্তি করেন, তখন কি তিনি আপনাদের গবাদি পশু নিয়ে নেন?’
কৃষকদের ক্ষোভ প্রশমিত করার লক্ষ্যে মোদির বার্তা, ‘আমি আবার কৃষক ভাই-বোনেদের বলছি, তাঁদের যাবতীয় সংশয় দূর করার জন্য সরকার ২৪ ঘণ্টাই পাশে আছে। প্রথম দিন থেকেই কৃষকদের স্বার্থ আমাদের সরকারের কাছে গুরুত্বপূর্ণ।’
আজ গুজরাতের কচ্ছে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী। এই অনুষ্ঠানে স্থানীয় মানুষের উদ্দেশে তিনি বলেন, ‘কচ্ছ দ্রুত উন্নতি করছে। যোগাযোগব্যবস্থা দিনে দিনে উন্নত হচ্ছে। প্রযুক্তিগত ও আর্থিক ক্ষেত্রে কচ্ছ অনেক উন্নতি করেছে। কচ্ছের বাসিন্দারা হতাশাকে আশায় পরিণত করেছেন। বড়মাপের ভূমিকম্পও কচ্ছের মানুষের মনোবল ভাঙতে পারেনি। ভূমিকম্পের ধাক্কা কাটিয়ে সবাই ঘুরে দাঁড়িয়েছেন এবং কচ্ছকে নতুন রূপ দিয়েছেন।’
মোদি আরও বলেন, গত দু’দশকে কৃষকদের জন্য অনেক প্রকল্প চালু করা হয়েছে। সবার আগে গুজরাতেই সৌরবিদ্যুৎ প্রকল্প চালু করা হয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
Advertisement