এক্সপ্লোর
Advertisement
আমি সেনাবাহিনীতে যোগ দিতে পারিনি, ছেলে স্বপ্নপূরণ করেছে, ওর জন্য গর্বিত, বলছেন নিহত কর্নেলের বাবা
সন্তোষের মা জানিয়েছেন, ‘আমার ছেলে দেশের জন্য় প্রাণ দিয়েছে। ওর জন্য আমি গর্বিত।’
হায়দরাবাদ: গতকাল রাতে লাদাখের গালওয়ান উপত্যকায় চিনের সেনাবাহিনীর সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ১৬ বিহার রেজিমেন্টের কম্যান্ডিং অফিসার কর্নেল সন্তোষ বাবু। তাঁকে হারিয়ে শোকগ্রস্ত পরিবারের লোকজন। তবে তাঁর জন্য গর্বিত বাবা-মা।
এই কর্নেলের বাবা বি উপেন্দ্র জানিয়েছেন, ‘আমারও সেনাবাহিনীতে যোগ দিয়ে দেশের সেবা করার ইচ্ছা ছিল। কিন্তু আমি সেটা করতে পারিনি। তাই আমি চাইতাম আমার ছেলে সেনাবাহিনীতে যোগ দিয়ে দেশের সেবা করুক। আত্মীয়রা আপত্তি জানিয়েছিল। তবে আমি এই নীতি থেকে সরে আসিনি। ছেলে আমার সেই ইচ্ছা পূরণ করেছে। ও দেশের জন্য প্রাণ বিসর্জন দিয়েছে। তাই ওকে নিয়ে আমি গর্বিত। ওর সঙ্গে শেষ কথা হয় রবিবার। আমি ওকে সাবধানে থাকতে বলেছিলাম।’
সন্তোষের মা জানিয়েছেন, ‘আমার ছেলে দেশের জন্য় প্রাণ দিয়েছে। ওর জন্য আমি গর্বিত।’
তেলঙ্গানার সূর্যপেট জেলায় বাড়ি সন্তোষের। তিনি ২০০৪ সালে সেনাবাহিনীতে যোগ দেন। শুরুতেই তাঁকে পাঠানো হয় জম্মু ও কাশ্মীরে। কিছুদিন পরেই তাঁর হায়দরাবাদে পোস্টিং হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই তিনি প্রাণ হারালেন। তাঁর স্ত্রী, ছেলে-মেয়ে বর্তমান। তাঁরা দিল্লিতে আছেন। আজ দুপুরে সেনাবাহিনীর পক্ষ থেকে সন্তোষের পরিবারকে তাঁর মৃত্যুর খবর দেওয়া হয়। আগামীকাল শেষকৃত্যের জন্য তাঁর দেহ বাড়িতে নিয়ে যাওয়া হবে বলে জানা গিয়েছে।
এ বিষয়ে সূর্যপেটের পুলিশ সুপার আর ভাস্করণ জানিয়েছেন, ‘আমার কাছে এখনও পর্যন্ত যা খবর আছে, সন্তোষ বাবুর দেহ প্রথমে দিল্লিতে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে তাঁর দেহ নিয়ে সূর্যপেটে আসবেন স্ত্রী ও সন্তানরা। এখানেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement