এক্সপ্লোর
Advertisement
শুকিয়ে আসা নদীর জল খেতে বাধা অন্য দলের, মধ্যপ্রদেশের জঙ্গলে মৃত্যু ১৫ বানরের
ডিভিশনাল ফরেস্ট অফিসার পি এন মিশ্র জানিয়েছেন, কালী সিন্ধ নদীর উপনদী প্রায় শুকিয়ে গিয়েছে। অধিকাংশ জায়গাতেই জল নেই।
ভোপাল: দেশের বেশিরভাগ জায়গায় গ্রীষ্মের চরম অবস্থার প্রভাব পড়েছে প্রকৃতির উপর। শুকিয়ে এসেছে অধিকাংশ জলাশয়। প্রবল জলসঙ্কটের ফলে শুধু মানুষই নয়, পশু-পাখিরাও সমস্যায় পড়েছে। জল নিয়ে নিজেদের মধ্যে বিবাদে এবার প্রাণ গেল ১৫টি বানরের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের দেওয়াস জেলার পুঞ্জাপুরা জঙ্গলে।
ডিভিশনাল ফরেস্ট অফিসার পি এন মিশ্র জানিয়েছেন, কালী সিন্ধ নদীর উপনদী প্রায় শুকিয়ে গিয়েছে। অধিকাংশ জায়গাতেই জল নেই। একটি জায়গায় জল থাকায় সেখানে পাহারায় ছিল বড় চেহারার বানরদের প্রায় ৬০ জনের একটি দল। তারা অন্য বানরদের সেখানে ঘেঁষতে দিচ্ছিল না। বৃহস্পতিবার জল থেকে ৮০০ মিটার দূরে ৯টি বানরের মৃতদেহ উদ্ধার হয়। শুক্রবার আরও ৬টি বানরের দেহ মেলে। ময়নাতদন্তে জানা গিয়েছে, মৃত বানরদের দেহের তাপমাত্রা অত্যধিক বেড়ে গিয়েছিল।
মিশ্র আরও জানিয়েছেন, ‘গত কয়েকদিন ধরেই এই অঞ্চলের তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি। স্থানীয় লোকজন জানিয়েছেন, বড় চেহারার বানররা অন্যদের জলের কাছে যেতে দিচ্ছে না। তার ফলেই জল না পেয়ে ১৫ জন বানরের মৃত্যু হয়েছে বলে মনে হচ্ছে। মৃত বানরগুলি যে দলের ছিল, সেই দলের বাকিদের জন্য আমরা জলের ব্যবস্থা করেছি। বানরদের মধ্যে জলের উপর আধিপত্য কায়েম করার এই প্রবণতা ভয়াবহ। জঙ্গলে সাধারণত জল না পেয়ে হরিণের মৃত্যু হয়। কিন্তু এবার জল না পেয়ে বানরদেরও মৃত্যু হল।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement