এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
রাজস্থানের রনথম্ভোর ন্যাশনাল পার্কে এক বাঘিনীকে নিয়ে দুই বাঘের প্রচণ্ড লড়াই, ধরা পড়ল ক্যামেরায়
দুই বাঘের মধ্যে প্রচণ্ড লড়াই ধরা পড়ল ক্যামেরায়। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। রাজস্থানের রনথম্ভোর ন্যাশনাল পার্কের এই ঘটনা ধরা পড়েছে ক্যামেরায়। ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসার প্রবীণ কাসওয়ান এ কথা জানিয়েছেন। ভিডিওতে দুই বাঘ টি ৫৭ ও টি ৫৮-কে নিজেদের মধ্যে তীব্র লড়াই করতে দেখা গিয়েছে। কাসওয়ানও এই ভিডিও ট্যুইটারে গতকাল বুধবার শেয়ার করেছেন। তিনি দুই সহোদরের এই লড়াইকে হিংস্র ও পাশবিক বলে অভিহিত করেছেন।
নয়াদিল্লি: দুই বাঘের মধ্যে প্রচণ্ড লড়াই ধরা পড়ল ক্যামেরায়। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। রাজস্থানের রনথম্ভোর ন্যাশনাল পার্কের এই ঘটনা ধরা পড়েছে ক্যামেরায়। ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসার প্রবীণ কাসওয়ান এ কথা জানিয়েছেন। ভিডিওতে দুই বাঘ টি ৫৭ ও টি ৫৮-কে নিজেদের মধ্যে তীব্র লড়াই করতে দেখা গিয়েছে। কাসওয়ানও এই ভিডিও ট্যুইটারে গতকাল বুধবার শেয়ার করেছেন। তিনি দুই সহোদরের এই লড়াইকে 'হিংস্র ও পাশবিক' বলে অভিহিত করেছেন।
রনথম্ভোরের গাইডরা জানিয়েছেন, টি ৫৭ বাঘের নাম সিংঘস্থ আর টি ৫৮ বাঘের নাম রকি। পার্কের জয়সিংপুরা এলাকার শর্মিলী ওই দুই বাঘের মা।
সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করে কাসওয়ান জানিয়েছেন, টি ৩৯-নুর নামের একটি বাঘিনীর জন্য ওই দুটি বাঘের নিজেদের মধ্যে লড়াইয়ে জড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা একটি বাঘকে অপর বাঘের পিছন থেকে উঁকি মারতে দেখা যাচ্ছে। এরপরই তাদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। বাঘিনী নুরকেও ভিডিওতে এক ঝলক দেখা গিয়েছে। ভিডিও-র শুরুতেই তাকে পালিয়ে যেতে দেখা গিয়েছে।
ভিডিওটি শেয়ার করার পরই তা সোশ্যাল মিডিয়ার নজর কাড়ে। প্রচুর ভিউ-র পাশাপাশি নানা ধরনের মন্তব্যের মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। লড়াইয়ে কে জিতল, এই প্রশ্নের উত্তরও দিয়েছেন কাসওয়ান। তিনি জানিয়েছেন, সিংঘস্থ জয়ী হয়। তবে দুই বাঘের কেউই এই লড়াইয়ে গুরুতর কোনও চোট পায়নি।That is how a fight between #tigers looks like. Brutal and violent. They are territorial animals & protect their sphere. Here two brothers from #Ranthambore are fighting as forwarded. (T57, T58). pic.twitter.com/wehHWgIIHC
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) October 16, 2019
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement