এক্সপ্লোর
Advertisement
স্বাধীন ভারতে এই প্রথম, ২০২১-এর জনগণনায় ওবিসি-দের বিষয়ে তথ্য সংগ্রহ করা হবে
নয়াদিল্লি: ২০২১ সালের জনগণনায় অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) মানুষের বিষয়ে তথ্য সংগ্রহ করা হবে। স্বাধীন ভারতে এই প্রথম এরকম উদ্যোগ নেওয়া হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ ২০২১-এর জনগণনার প্রস্তুতি খতিয়ে দেখার পর এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, ‘এই প্রথম ওবিসি-দের বিষয়ে তথ্য সংগ্রহ করার পরিকল্পনা করা হয়েছে।’
এর আগে ভারতে শেষবার জাতের ভিত্তিতে জনগণনা হয়েছিল ১৯৩১ সালে। পরবর্তীকালে বিশ্বনাথ প্রতাপ সিংহ প্রধানমন্ত্রী থাকাকালীন মণ্ডল কমিশনের সুপারিশ অনুযায়ী ওবিসি-দের জন্য ২৭ শতাংশ সংরক্ষণের কথা ঘোষণা করা হয়। ২০০৬ সালে পরিসংখ্যান ও প্রকল্প রূপায়ণ মন্ত্রকের শাখা জাতীয় নমুনা জরিপ সংস্থা জানায়, মোট জনসংখ্যার ৪১ শতাংশ ওবিসি। এবার জনগণনায় ওবিসি-দের বিষয়ে তথ্য সংগ্রহের সিদ্ধান্ত ২০১৯-এর লোকসভা নির্বাচনের আগে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement