এক্সপ্লোর
বান্ধবীর সঙ্গে দেখা করতে মণিপুরে কোয়ারেন্টিন সেন্টার থেকে পালাল দুই তরুণ, ফিরল মদ-গাঁজা নিয়ে!
কোয়ারেন্টিন সেন্টারে থাকা অন্যদের সেগুলি দেওয়ার সময় তারা ধরা পড়ে যায়।
ইম্ফল: কোয়ারেন্টিন সেন্টারের পরিকাঠামো নিয়ে বিক্ষোভ নতুন নয়। অনেকেই কোয়ারেন্টিন সেন্টার থেকে পালিয়েও যাচ্ছেন। কিন্তু মণিপুরের দুই তরুণ যে কাণ্ড ঘটাল, তা অভাবনীয়। তারা বান্ধবীর সঙ্গে দেখা করার জন্য কোয়ারেন্টিন সেন্টার থেকে পালিয়ে যায়। পরে ফিরে আসে মদ-গাঁজা সহ নেশার নানা উপাদান নিয়ে। তারা আবার সেটা বিক্রিও করে দেয় সেই কোয়ারেন্টিন সেন্টারে থাকা অন্যান্য ব্যক্তিদের।
এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে মণিপুরের তামেংলং জেলায়। নেশার সামগ্রী অন্যদের হাতে তুলে দেওয়ার সময় ধরা পড়ে যায় ওই দুই তরুণ। নিজের ফেসবুক পেজে গোটা ঘটনার বিবরণ দিয়েছেন তামেংলঙের ডেপুটি কমিশনার আর্মস্ট্রং পেম। তিনি লিখেছেন, ‘রাজ্য সরকারের উদ্যোগ কয়েক হাজার মানুষ ফিরে এসেছেন। আমরা তাঁদের স্বাগত জানিয়েছি, খাবার দিচ্ছি, থাকার সবরকম ব্যবস্থা করে দিচ্ছি। গ্রামবাসীরাও যথাসম্ভব করছেন। অনেক ব্যক্তিই আর্থিক সাহায্য করছেন। গির্জাও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। স্বেচ্ছাসেবকরা ভোরবেলা উঠে রান্না করছেন, তাঁরা রাতেও থাকছেন। কিন্তু দুই তরুণ নিজেদের শোধরাতে পারেনি। তারা বান্ধবীদের সঙ্গে দেখা করতে যায়। বাড়ি থেকে বাইক নিয়ে ফিরে আসে। তাঁদের কাছে ছিল ৮ লিটার দেশী মদ, গাঁজা ও সিগারেট। কোয়ারেন্টিন সেন্টারে থাকা অন্যদের সেগুলি দেওয়ার সময় তারা ধরা পড়ে যায়। এদের কী করব বুঝতে পারছি না। সমাজে কিছু পচা আপেল থাকে। এরা সেরকমই।’
শেষ খবর পাওয়া পর্যন্ত মণিপুরে করোনা আক্রান্তের সংখ্যা ৩৮৫। নতুন করে আক্রান্ত হয়েছেন ১৯ জন। সুস্থ হয়ে উঠেছেন ৭৭ জন। হাসপাতালে চিকিৎসা চলছে ৩০৮ জনের।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement