এক্সপ্লোর
Advertisement
রাজধর্ম মানছে না, ক্ষমতা পাওয়ার মঞ্চে পরিণত হয়েছে বিজেপি, মোদি, অমিতকে দুষে দল ছাড়লেন অরুণাচলের প্রাক্তন মুখ্যমন্ত্রী গেগং আপাং, থাকছেন তৃণমূলের ব্রিগেডে
ইটানগর: কংগ্রেস ছেড়ে বিজেপিতে যাওয়ার চার বছর বাদে অমিত শাহকে চিঠি দিয়ে দল ছাড়ার সিদ্ধান্ত জানালেন গেগং আপাং। ২২ বছরের বেশি অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পদে থাকা আপাং বিজেপি ছেড়ে প্রবল ক্ষোভ উগরে দু পৃষ্ঠার পদত্যাগপত্রে লিখেছেন, আমি হতাশ। দেখছি, এখনকার বিজেপি আর রাজধর্মের নীতি মানছে না, বরং ক্ষমতালোভীদের মঞ্চে পরিণত হয়েছে, এমন এক নেতৃত্বের স্বার্থ পূরণ করছে যারা গণতান্ত্রিক সিদ্ধান্তের বিকেন্দ্রীকরণ চায় না। তিনি ১৯ জানুয়ারি কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তৃণমূল কংগ্রেসের বিজেপি-বিরোধী মহাজোট গড়ার লক্ষ্যে ডাকা সভায় থাকছেন বলে খবর।
ইস্তফার চিঠিতে ২০১৪-য় কালিহো পুলকে অরুণাচলের মুখ্যমন্ত্রী করার জন্য বিজেপি যাবতীয় নোংরা কৌশল কাজে লাগায়, সুপ্রিম কোর্টের প্রতিকূল রায় সত্ত্বেও বিজেপি সরকারকে ক্ষমতায় বসানো হয় বলে অভিযোগ করেছেন আপাং। বলেন, পুলের আত্মহত্যা নিয়ে কোনও সঠিক তদন্তও যেমন হয়নি, তেমনই বর্তমান বিজেপি নেতৃত্ব উত্তরপূর্বে আরও অনেক বিজেপি সরকার বসিয়ে নৈতিকতা, ন্যয়নীতির কথাও ভাবেননি। তিনি বলেন, ভোটের আগে মুখ্যমন্ত্রী পদে পেমা খান্ডুর নাম ঘোষণা করাও ক্যাডারভিত্তিক দল বিজেপির রীতি, ঐতিহ্য নয়। তাই আমি আশা করব, অমিত শাহ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজধর্ম শেখার চেষ্টা করবেন। ইতিহাসই আপনাদের কাজের বিচার করবে।
২০১৪-র লোকসভা ভোটের প্রাক্কালে কংগ্রেস ছেড়ে বিজেপিতে শামিল হন আপাং।
৬৯ বছরের বিজেপি-ত্যাগীর সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে অরুণাচল কংগ্রেসের সভাপতি তাকাম সঞ্জয়ের প্রতিক্রিয়া, বিজেপির আসল রং বেরচ্ছে। তাকাম পারিও নামে এক কংগ্রেসি বিধায়কের দাবি, বিজেপি সবার ক্ষেত্রে ‘ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেওয়া’র নীতি কাজে লাগায়। আপাংয়ের পদক্ষেপ বিজেপির গালে থাপ্পড় বলেও মন্তব্য করেন তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
খবর
Advertisement