নতুন মোটরযান আইনে আদায় করা হচ্ছে বিপুল জরিমানা, সোশ্যাল মিডিয়ায় ব্যঙ্গ-বিদ্রূপের ঝড়
বুধবার ভুবনেশ্বরের এক অটোরিকশা চালকের ৪৭,৫০০ জরিমানা করা হয়েছে।
Me to traffic police:
1.Before new traffic rules
2.After new traffic rules pic.twitter.com/VBxC7LQMOk
— गुRuजी (7युग से) (@Shariph19) September 3, 2019
#NewTrafficRules
After paying my chalan fee. pic.twitter.com/xNI77TeW5f
— ⭕ (@Tablatodd) September 3, 2019
মঙ্গলবার ট্র্যাফিক আইন ভঙ্গ করায় দিল্লির এক বাইক আরোহীর কাছ থেকে ২৩,০০০ টাকা জরিমানা আদায় করেন পুলিশকর্মীরা। বুধবার ভুবনেশ্বরের এক অটোরিকশা চালকের ৪৭,৫০০ জরিমানা করা হয়েছে। হরিবন্ধু কানহার নামে ওই অটোরকিশা চালক বৈধ লাইসেন্স, গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট, পারমিট, দূষণ সংক্রান্ত সার্টিফিকেট, বিমা সংক্রান্ত নথি ছাড়াই রাস্তায় বেরিয়েছিলেন। গাড়ি চালানোর সময় তিনি মদ্যপ অবস্থাতেও ছিলেন। সেই কারণেই বিপুল অঙ্কের জরিমানা হয়েছে। দেশের বিভিন্ন জায়গা থেকেই ট্র্যাফিক আইন লঙ্ঘনের দায়ে জরিমানার খবর পাওয়া যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় অন্যতম চর্চিত বিষয় এখন এটিই।
#NewTrafficRules New driving T Shirts available.😜 @BJP4Bihar @BinitaBini5 @KrpandeyKumar pic.twitter.com/0tjuqHo6Kr
— Ritesh Ranjan (@riteshranjanbjp) September 4, 2019
#NewTrafficRules 😭 pic.twitter.com/EmlPMf6M8O
— Am I Write? (@WordsSlay) September 4, 2019
A guy named Dinesh fined Rs 23,000 for violating multiple traffic rules.
Dinesh after paying Rs 23,000: pic.twitter.com/ocnNQ6o3lb
— Fenil Patel (@FenilFab) September 3, 2019
#NewTrafficRules
ME going for a ride without helmet..
My mom (from behind):- pic.twitter.com/lffTijUFZQ
— ऐडा_Sarcaster👻😈✌ (@sarcastic_ldkaa) September 3, 2019
Leaving for Coming back
office on bike. in bus after paying
challan#NewTrafficRules pic.twitter.com/jGLFoSXsHc
— Bharat Army (@bhartarmy) September 4, 2019
Pic 1. Before paying challan
Pic 2. After paying challan #TrafficFine pic.twitter.com/td9PkcrlP9
— HINDUSTANI (@Indianlion13) September 4, 2019