এক্সপ্লোর
Advertisement
তেলঙ্গানায় খেলতে গিয়ে প্রতিবেশীর তালাবন্ধ ঘরের বাথরুমে পড়ল শিশুকন্যা, চারদিন পর উদ্ধার
প্লাস্টিকের জালের মধ্যে দিয়ে সে প্রতিবেশীর বাথরুমে দড়িতে মিলে রাখা জামা কাপড়ের ওপর পড়ে। এর ফলে তার শরীরে কোনও আঘাত লাগেনি। বাথরুমে থাকা জল খেয়ে মেয়েটি কোনওক্রমে চারটে দিন কাটায়।
হায়দরাবাদ: বাড়ির সামনেই বারান্দায় খেলা করছিল সাত বছরের একটি মেয়ে। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে দেন বাড়ির লোকজন। কিন্তু কোনও হদিশ না পেয়ে তাঁরা পুলিশের দ্বারস্থ হন।
ওই মেয়েটির এক প্রতিবেশী বেশ কয়েকদিন বাড়িতে ছিলেন না। গত ২৪ এপ্রিল বাড়িতে ফেরেন ওই প্রতিবেশী ও তাঁর পরিবারের লোকজন। বাড়ির বাথরুমে তাঁরা যা দেখলেন, তাতে তাঁদের চক্ষু চড়কগাছ। বাথরুমে একটি মেয়েকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন তাঁরা।
মেয়েটিকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিত্সার পর তাকে ছেড়ে দেওয়া হয়। তার শরীরে কোনও আঘাত লাগেনি।চারদিন পর হারানো মেয়েকে ফিরে পেয়ে স্বস্তির শ্বাস ফেলেছেন বাবা-মা।
তেলঙ্গানার মাকথালে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, গত ২০ এপ্রিল মেয়েটি নিখোঁজ হয়ে যায়। বাড়ির কাছে বারান্দায় খেলতে খেলতে আচমকাই সে প্রতিবেশীর তালাবন্ধ ঘরের বাথরুমে পড়ে যায়। প্লাস্টিকের জালের মধ্যে দিয়ে সে প্রতিবেশীর বাথরুমে দড়িতে মিলে রাখা জামা কাপড়ের ওপর পড়ে। এর ফলে তার শরীরে কোনও আঘাত লাগেনি। বাথরুমে থাকা জল খেয়ে মেয়েটি কোনওক্রমে চারটে দিন কাটায়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement