এক্সপ্লোর
তিব্বতে বিমানবাহিনীর পরিকাঠামো তৈরি করছে চিন? পরিস্থিতির ওপর সতর্ক নজর রাখা হচ্ছে, যে কোনও বিপদ রুখতে প্ল্যান তৈরি, জানালেন বায়ুসেনা প্রধান
নয়াদিল্লি: চিন নাকি তিব্বতে বিমানবাহিনীর পরিকাঠামো তৈরি করছে, সেখানে সাজো সাজো রব তুলেছে, এমন উদ্বেগজনক খবরের প্রেক্ষিতে ভারতীয় বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল বি এস ধানোয়া জানিয়ে দিলেন, পরিস্থিতির ওপর সতর্ক নজর রাখা হচ্ছে, যে কোনও বিপদ রুখতে তাঁদের প্ল্যান তৈরি। তিব্বত অঞ্চলে ৫০টির বেশি চিনা সামরিক বিমানের উপস্থিতির খবর রয়েছে সেনাবাহিনীর কাছে। কিন্তু বায়ুসেনা প্রধানের জবাব, এটা ভারতের সামনে বিপদ নয়, কেননা ভারতেরও পূর্ব সীমান্তে বেশ কয়েকটি বিমানঘাঁটি আছে।
সাংবাদিকদের তিনি আরও বলেন, চিন বরাবর বলছে, তিব্বতে ওদের বিমানবন্দরগুলি আঞ্চলিক যোগাযোগ জোরদার করার জন্য, কোনও আক্রমণাত্মক অভিযানের জন্য নয়। আমরাও বেশ কিছু পদক্ষেপ নেওয়া শুরু করেছি। যেমন সরকার পরবর্তী প্রজন্মের শক্তপোক্ত এয়ারক্র্যাফ্ট শেল্টার তৈরির ছাড়পত্র দিয়েছে। আমরা যথেষ্ট প্রস্তুতি নিচ্ছি। ওদের মোকাবিলার প্ল্যানও আছে আমাদের কাছে। লে, থয়েস থেকে শুরু করুন, আদমপুর, হালওয়ারা, আম্বালা, চন্ডীগড়...চাবওয়া পর্যন্ত আমাদের ঘাঁটিগুলি দেখুন। কতগুলি ঘাঁটি আছে হিসাব করুন। ফলে তিব্বতে চিনের মাত্র ৫০টা বিমান আমাদের সামনে বিপদ কিনা প্রশ্ন করলে বলবে, মোটেই না।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
অফবিট
জেলার
বিনোদনের
Advertisement