এক্সপ্লোর
করোনা নিয়ে তথ্য চান? জেনে নিন এই মোবাইল অ্যাপের মাধ্যমে
এখনও পর্যন্ত আইফোনে পাওয়া যাচ্ছে না এই অ্যাপ। তবে অ্যানড্রয়েড ফোনে প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করা যাচ্ছে।
![করোনা নিয়ে তথ্য চান? জেনে নিন এই মোবাইল অ্যাপের মাধ্যমে Govt launches coronavirus tracker app called Aarogya Setu: Here is what it does করোনা নিয়ে তথ্য চান? জেনে নিন এই মোবাইল অ্যাপের মাধ্যমে](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/04/02230842/EUlcFm0UEAANyn6.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ছবি সৌজন্যে ট্যুইটার
নয়াদিল্লি: করোনা ভাইরাস সংক্রামিত ব্যক্তিদের চিহ্নিত করার একটি নতুন মোবাইল অ্যাপ চালু করল কেন্দ্রীয় সরকার। এই অ্যাপের নাম দেওয়া হয়েছে ‘আরোগ্য সেতু’। কারও স্মার্টফোনে এই অ্যাপ থাকলে লোকেশন ডেটা ও ব্লুটুথের মাধ্যমে জানা যাবে সংশ্লিষ্ট ব্যক্তির কাছাকাছি কোনও করোনা আক্রান্ত আছেন কি না। যে ব্যক্তি এই অ্যাপ ব্যবহার করছেন, তাঁর সংক্রমণের ঝুঁকি আছে কি না, সেটাও এই অ্যাপের মাধ্যমেই জানা যাবে।
এখনও পর্যন্ত আইফোনে পাওয়া যাচ্ছে না এই অ্যাপ। তবে অ্যানড্রয়েড ফোনে প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করা যাচ্ছে। এই অ্যাপ সম্পর্কে জানানো হয়েছে, ‘ভারত সরকার এই মোবাইল অ্যাপ তৈরি করেছে। করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে দেশের মানুষের জরুরি স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত প্রয়োজনের কথা মাথায় রেখেই এই অ্যাপ তৈরি করা হয়েছে। ভারত সরকার, বিশেষ করে স্বাস্থ্য বিভাগ যে উদ্যোগ নিয়েছে, সেটিকে দেশের সব মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই অ্যাপ তৈরি করা হয়েছে। এই অ্যাপ ব্যবহারকারীরা করোনা ভাইরাসের ঝুঁকির বিষয়ে জানতে পারবেন, কীভাবে নিজেদের সুরক্ষিত রাখতে পারবেন, সে বিষয়ে প্রয়োজনীয় পরামর্শও পাবেন।’
এই অ্যাপ কীভাবে কাজ করবে? এ বিষয়ে জানা গিয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তি কোথায় আছেন, সেটা লোকেশন ডেটার মাধ্যমে জানা যাবে। এরপর ব্লুটুথের মাধ্যমে জানা যাবে, তিনি কোনও করোনা আক্রান্তর ৬ ফুট দূরত্বের মধ্যে আছেন কি না। এর ভিত্তিতেই সংশ্লিষ্ট ব্যক্তিকে এই অ্যাপ জানিয়ে দেবে, তাঁর করোনা ভাইরাসের পরীক্ষা করানোর দরকার আছে কি না। এছাড়া, সংক্রমণের হাত থেকে বাঁচার জন্য কী করতে হবে, সেটাও জানিয়ে দেবে এই অ্যাপ। চ্যাটবটে করোনা ভাইরাস সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের জবাব পাওয়া যাবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)