পাক-অধিকৃত কাশ্মীরকে ভারতে অন্তর্ভুক্ত করাই এবার টার্গেট মোদি সরকারের: জিতেন্দ্র সিংহ
জিতেন্দ্র জানান, প্রথম ১০০ দিনে একাধিক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে দ্বিতীয় মোদি সরকার।
নয়াদিল্লি: এবার পাক-অধিকৃত কাশ্মীরকে ভারতে অন্তর্ভুক্ত করার লক্ষ্য নিয়ে এগোবে মোদি সরকার। এমনটাই জানালেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ। তিনি যোগ করেন, পাক অধিকৃত কাশ্মীরকে ভারতের সঙ্গে যুক্ত করাটা স্রেফ মোদি সরকারের নীতি নয়, এটা প্রধানমন্ত্রী নরসিংহ রাও-এর নেতৃত্বাধীন জোট সরকারের নীতিও ছিল।
মঙ্গলবার, জিতেন্দ্র বলেন, পরের অ্যাজেন্ডা হল পাক-অধিকৃত কাশ্মীরকে ভারতীয় মূল ভূখণ্ডের অংশ করা। এটা শুধুমাত্র মোদি সরকারের ইচ্ছা নয়। ১৯৯৪ সালে পি ভি নরসিংহ রাওয়ের নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের আমলেও সংসদে সর্বসম্মতভাবে এই প্রস্তাব পাস হয়েছিল।
#WATCH Union Min Jitendra Singh:Next agenda is retrieving parts (PoK) of Jammu&Kashmir & making it a part of India. It's not only my or my party’s commitment,but it's a part of unanimously passed resolution of Parliament in 1994 by Congress govt headed by PM Narasimha Rao (10.09) pic.twitter.com/jcpfNYyafN
— ANI (@ANI) September 10, 2019
কেন্দ্রের ১০০ দিন পূর্তি সম্পর্কে বলতে গিয়ে জিতেন্দ্র জানান, প্রথম ১০০ দিনে একাধিক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে দ্বিতীয় মোদি সরকার। এর মধ্যে অন্যতম হল জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ করে রাজ্যটিকে ভেঙে ২টি পৃথক কেন্দ্র-শাসিত অঞ্চলে পরিণত করা। জিতেন্দ্র স্বীকার করেন, মোদি সরকারের প্রথম ১০০ দিনে কাশ্মীর হল সবচেয়ে বড় সাফল্য। ভারত-বিরোধী শক্তিগুলিকে এদিন হুঁশিয়ার করেন সিংহ। বলেন, সময় এসেছে ওদের মানসিকতা বদলানোর। যদি ওরা মনে করে যে যা খুশি তাই করবে, তা হবে না। তিনি আশ্বস্ত করেন, শীঘ্রই কাশ্মীর স্বাভাবিক হবে। বলেন, এবার জম্মু-কাশ্মীর ও লাদাখ-- এই দুই কেন্দ্র শাসিত অঞ্চলে দ্রুত শিল্পের অগ্রগতি, কর্মসংস্থান এবং স্বাস্থ্য পরিষেবার উন্নতি হবে।