এক্সপ্লোর
Advertisement
সরকারের সঙ্গে আলোচনা ছাড়াই ১৯ দিন পরে অনশন প্রত্যাহার হার্দিক পটেলের
আমদাবাদ: ১৯ দিন পরে আজ অনশন প্রত্যাহার করে নিলেন গুজরাতের পাতিদার আন্দোলনের নেতা হার্দিক পটেল। পাতিদারদের জন্য শিক্ষা ও সরকারি চাকরিতে সংরক্ষণ এবং ঋণ মকুবের বিষয়ে গুজরাত সরকারের সঙ্গে কোনওরকম আলোচনা ছাড়াই অনশন প্রত্যাহার করলেন হার্দিক। তাঁকে লেমনেড খাইয়ে অনশন ভঙ্গ করান পাতিদার নেতা নরেশ পটেল ও সি কে পটেল। এরপর হার্দিক বলেন, ‘আমার সম্প্রদায়ের জন্য সংরক্ষণ ও ঋণ মকুবের দাবিতে লড়াই চলবে।’
অন্যান্য অনগ্রসর শ্রেণির আওতায় পাতিদারদের সংরক্ষণ এবং ঋণ মকুবের দাবিতে ২৫ অগাস্ট থেকে নিজের বাড়িতে অনশন শুরু করেন হার্দিক। পরে দেশদ্রোহিতার অভিযোগে গ্রেফতার হওয়া সহযোগী অল্পেশ কাঠেরিয়ার মুক্তির দাবিও যোগ করেন এই পাতিদার নেতা। গত শুক্রবার অনশনের ১৪-তম দিনে স্বাস্থ্যের অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। দু’দিন পরে বাড়ি ফিরে তিনি ফের অনশন শুরু করেন। হাসপাতালে ভর্তি থাকার সময় গ্লুকোজ ও তরল খাবার খেলেও, হার্দিকের দাবি, তিনি অনশন চলাকালীন কোনও ভারী খাবার খাননি।
এ মাসের ৪ তারিখ গুজরাত সরকার দাবি করে, রাজনৈতিক উদ্দেশ্যেই কংগ্রেসের মদতে সংরক্ষণের দাবিতে আন্দোলন করছেন হার্দিক। রাজ্যের মন্ত্রী সৌরভ পটেল দাবি করেন, আলোচনার জন্য তাঁদের দরজা খোলা। কিন্তু এখনও পর্যন্ত আলোচনা হয়নি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement