হাথরস মামলা: "ক্যানে কেরোসিন নয়, ছিল গঙ্গাজল", আদালতে জেলাশাসক
"নির্যাতিতার পরিবার সহ এই মামলায় জড়িত সকল সাক্ষীকে ত্রিস্তরীয় নিরাপত্তা দেওয়া হচ্ছে", আদালতে জানাল উত্তরপ্রদেশ সরকার
![হাথরস মামলা: Hathras case: Not Kerosene, cans were filled with 'Ganga jal', DM tells HC হাথরস মামলা:](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/07/16192937/rape-photo_5eff173618949.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: হাথরস মামলার শুনানিতে বিচারপতির প্রশ্নের জবাবে চাঞ্চল্যকর দাবি জেলাশাসকের।
এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চে চলছে হাথরস মামলার শুনানি। সেই শুনানি চলাকালীন, আদালতে জেলাশাসক প্রবীণ কুমার দাবি করেন, ক্যানে কেরোসিন ছিল না, ছিল গঙ্গাজল।
তিনি বলেন, পরের দিন বাবরি মামলার রায় ঘোষণা ছিল। সেই জন্য সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়। রাজনৈতিক পরিস্থিতি শান্ত রাখতে মৃতার বাবার সম্মতিতে করা হয় সৎকার করা হয়। তিনি এ-ও বলেন, করার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন, সরকার নয়।
আদালতে উত্তরপ্রদেশ সরকার ধর্ষণ হয়নি বলে দাবি করায় বিচারপতি এডিজি আইন শৃঙ্খলা প্রশান্ত কুমারকে প্রশ্ন করেন, আপনি নতুন ধর্ষণ আইন সম্পর্কে কিছু জানেন না?
এছাড়া, মুখ্যসচিব অবনীশ অবস্থিকে আদালতের প্রশ্ন, শুধু এসপি কেন, ডিএমের বিরুদ্ধে পদক্ষেপ কেন নয়? সিটের প্রথম রিপোর্টে অভিযুক্ত শুধু এসপি, ডিএম কি ক্লিনচিট পেয়েছে? সিট কি ডিএমের ভূমিকা নিয়ে তদন্ত করছে? জবাবে মুখ্য সচিব জানান, না।
উত্তরপ্রদেশ সরকার এদিন আদালতকে হলফনামা দিয়ে জানিয়েছে, নির্যাতিতার পরিবার সহ এই মামলায় জড়িত সকল সাক্ষীকে ত্রিস্তরীয় নিরাপত্তা দেওয়া হচ্ছে। সরকার আরও জানিয়েছে, তদন্তকারী সংস্থা কে নির্দেশ দেওয়া হয়েছে, প্রতি ১৫ দিন অন্তর এই মামলার স্টেটাস রিপোর্ট জমা দিতে, যাতে রাজ্য আদালতে জমা করতে পারে।
এদিকে, এদিনই নির্যাতিতার তিন ভাইকে জিজ্ঞাসার জন্য ডেকে পাঠিয়েছে সিবিআই।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)