এক্সপ্লোর
Advertisement
দুর্নীতির অভিযোগে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের, পদত্যাগ দাবি বিরোধীদের
চেন্নাই: রাস্তা নির্মাণের জন্য বরাত দেওয়ার ক্ষেত্রে দুর্নীতির অভিযোগে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কে পালানিস্বামীর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিল মাদ্রাজ হাইকোর্ট। ডিএমকে-র আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এ ডি জগদেশ চণ্ডিরা বলেছেন, ‘রাজ্যের ভিজিল্যান্স ও দুর্নীতি-দমন বিভাগের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, রাস্তার কাজের বরাত দেওয়ার ক্ষেত্রে নিয়ম মানা হয়নি। তাই যাঁরা ক্ষমতায় আছেন তাঁদের অধীনস্থ নয় এমন কোনও স্বাধীন সংস্থাকে তদন্তভার দেওয়া জরুরি। এই মামলাটি অবশ্যই ব্যতিক্রমী ও বিরলতম।’
হাইকোর্টের এই নির্দেশে বিড়ম্বনায় পড়ে গিয়েছে তামিলনাড়ুর শাসক দল এআইএডিএমকে। এই প্রথম তামিলনাড়ুতে ক্ষমতায় থাকাকালীন কোনও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্ত হতে চলেছে। বহু কোটি টাকার গুটখা দুর্নীতির অভিযোগে তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী সি বিজয়বাস্করের বিরুদ্ধেও সিবিআই তদন্ত হচ্ছে। ফলে তামিলনাড়ু মন্ত্রিসভার দুই প্রথমসারির সদস্যর বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগে সিবিআই তদন্ত হচ্ছে।
পালানিস্বামী দুর্নীতির অভিযোগ অস্বীকার করলেও, ডিএমকে সভাপতি এম কে স্তালিন আদালতের নির্দেশকে স্বাগত জানিয়েছেন। তাঁর দাবি, পালানিস্বামী যদি নিজে থেকে সরে না যান, তাহলে তাঁকে বরখাস্ত করা উচিত রাজ্যপাল বনোয়ারীলাল পুরোহিতের। কংগ্রেস, সিপিএম, সিপিআই, পিএমকে, এএমএমকে-ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement