এক্সপ্লোর
Advertisement
রান্নার গ্যাস ডেলিভারিতে নয়া নিয়ম ১ নভেম্বর থেকেই, জানেন কি?
মোবাইলে ওটিপি নম্বর দেখাতে পারলে তবেই মিলবে গ্যাসের সিলিন্ডার, এমনই নিয়ম কার্যকর হতে চলেছে আগামী মাস থেকে। রান্নার গ্যাস সিলিন্ডার সরবরাহে কারচুপি রুখতে কড়া হচ্ছে সরবরাহকারী সংস্থা৷ এবার থেকে বাড়িতে রান্নার গ্যাস সিলিন্ডার নিতে হলে ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড বাধ্যতামূলক করা হচ্ছে৷
নয়াদিল্লি: গ্যাস এজেন্সিতে নথিভূক্ত মোবাইল নম্বরে আসা ওটিপি দেখাতে পারলে তবেই মিলবে গ্যাসের সিলিন্ডার, এমনই নিয়ম কার্যকর হতে চলেছে আগামী মাস থেকে। রান্নার গ্যাস সিলিন্ডার সরবরাহে কারচুপি রুখতে কড়া হচ্ছে সরবরাহকারী সংস্থা৷ এবার থেকে বাড়িতে রান্নার গ্যাস সিলিন্ডার নিতে হলে ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড বাধ্যতামূলক করা হচ্ছে৷ ১ নভেম্বর থেকে শুরু হবে এই নিয়ম৷ জানা গিয়েছে তৈল সংস্থাগুলি এই ডেলিভারী অথেন্টিকেশনের কোডের এই নতুন ব্যবস্থা চালু করতে চলছে যে কোনও রকমের দুর্নীতি রোখার জন্য৷ এই ওটিপি অর্থাৎ ডেলিভারি অথেন্টিকশন কোড বা ডিএসি প্রাথমিকভাবে চালু করা হবে ১০০টি স্মার্ট শহরে৷ তার মধ্যে রয়েছে কলকাতাও৷
জানা গিয়েছে, গ্রাহকরা ফোন করে এলপিজি সিলিন্ডার বুক করার সঙ্গে সঙ্গে তাঁদের রেজিস্ট্রার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে।সিলিন্ডার ডেলিভারি করার সময় সেই কোড ওই সরবরাহকারীকে দিতে হবে। সঠিক ওটিপি দিলে তবেই মিলবে গ্যাস সিলিন্ডার। রাজস্থানে জয়পুরে এই প্রকল্প পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হচ্ছে। কারচুপি রুখতে এটি বেশ বড়সড় পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে৷
অনেক সময় দেখা যায়, একজন গ্যাস সিলিন্ডার বুক করলে তা অনেক সময় অন্য গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া হয়। অনেকে আবার অতিরিক্ত সিলিন্ডার নিয়ে তা বেশি দামে বিক্রিও করে দেয়। তবে এই নতুন ব্যবস্থার ফলে তেমনটা আর করা সম্ভব হবে না বলেই মনে করা হচ্ছে৷
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement