উত্তরপ্রদেশ: ‘সম্মানরক্ষায়’ মেয়েকে বিষ খাইয়ে হত্যা বাবার
![উত্তরপ্রদেশ: ‘সম্মানরক্ষায়’ মেয়েকে বিষ খাইয়ে হত্যা বাবার Honour killing: Man poisons daughter to death in UP উত্তরপ্রদেশ: ‘সম্মানরক্ষায়’ মেয়েকে বিষ খাইয়ে হত্যা বাবার](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2018/07/18201157/poison-580x395.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুজফ্ফরনগর: পারিবারিক সম্মান রক্ষার্থে নিজের কিশোরী কন্যাকে বিষ খাইয়ে মারার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরে। পুলিশ জানিয়েছে, ১৫ বছর বয়সী ওই কিশোরীকে শ্মশানে সঙ্কটজনক অবস্থায় উদ্ধার করা হয়। দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হলেও, বাঁচানো সম্ভব হয়নি। তবে, মৃত্যুর আগে পুলিশকে দেওয়া জবানবন্দিতে সপ্তম শ্রেণির ওই কিশোরী জানায়, তার বাবাই তাকে বিষ দেয়। মৃতার বয়ানের ভিত্তিতে অভিযুক্ত বাবা সুন্দর সিংহকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, জেরায় অভিযুক্ত মেয়েকে বিষ দেওয়ার কথা স্বীকার করে নেয়। মৃতার বাবার দাবি, তারা গাজিয়াবাদের বাসিন্দা। ৬ মাস আগে তার স্ত্রী মারা যায়। সেই থেকেই মেয়ের চরিত্র নিয়ে সন্দেহ জাগে সুন্দরের মনে। পুলিশ তদন্ত করছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)