একমাসেই সিদ্ধান্ত বদল কেন্দ্রের, বছরে একবার, কাগজে-কলমে হবে সর্বভারতীয় অভিন্ন মেডিক্যাল প্রবেশিকা
নয়াদিল্লি: বছরে দু’বার নয়। একবারই হবে সর্বভারতীয় অভিন্ন মেডিক্যাল প্রবেশিকা। এমনই সিদ্ধান্ত নিল কেন্দ্র। এ-ও জানিয়ে দেওয়া হয়েছে, পরীক্ষা অনলাইনের বদলে হবে অফলাইনে-ই। গত ৭ জুলাই কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানিয়েছিলেন, নবরূপে গঠিত ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ বছরে দুবার করে সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা (নিট) ও ইঞ্জিনিয়ারিং জয়েন্ট-মেইন (জেইই-মেইন) প্ররীক্ষা নেবে। তিনি এ-ও জানিয়েছিলেন, এই পরীক্ষাগুলি অনলাইনে হবে। মানবসম্পদের এই সিদ্ধান্তে উষ্মাপ্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রক। সেখানে বলা হয়-- প্রথমত, বছরে দুবার পরীক্ষা হলে পড়ুয়াদের ওপর বাড়তি চাপসৃষ্টি হবে। দ্বিতীয়ত, অনলাইনে পরীক্ষা হলে গ্রামাঞ্চলের পরীক্ষার্থীদের অসুবিধে হবে। স্বাস্থ্যমন্ত্রকের তরফে আগামী বছর একবারই পরীক্ষা নিতে অনুরোধ করা হয়। আগের সিদ্ধান্ত থেকে পুরো ১৮০ ডিগ্রি ঘুরে গিয়ে কেন্দ্রীয় সরকারের সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ জানিয়েছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের সুপারিশ মেনেই এই সিদ্ধান্ত। জানা গিয়েছে, আগামী বছর ৫ মে হবে নিট পরীক্ষা। পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন শুরু হবে ১ নভেম্বর। আগামী বছরের ১৫ এপ্রিল থেকে মিলবে অ্যাডমিট কার্ড। পরীক্ষা হবে আগামী বছরের ৫ মে। অনলাইনে নয়, কাগজ-কলম ব্যবহার করে মাল্টিপল চয়েস প্রশ্নপত্রেই পরীক্ষা।