এক্সপ্লোর
Advertisement
সংশোধিত নাগরিকত্ব আইন বিরোধী বিক্ষোভে ভাঙচুর, আগুন: রেলের সম্পত্তি নষ্ট করলে ‘দেখামাত্র গুলি’, নির্দেশ রেল প্রতিমন্ত্রীর
গত কয়েকদিনের অশান্তি, হিংসায় পশ্চিমবঙ্গ ও আরও কয়েকটি রাজ্যে রেলের সম্পত্তির ক্ষয়ক্ষতি, আর্থিক লোকসানের ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি একজন মন্ত্রী হিসাবে সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও রেল কর্তৃপক্ষকে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলছি, যদি কেউ রেল সহ সরকারি সম্পত্তি ভাঙচুর করে, তবে তাকে দেখামাত্র গুলি করতে হবে। নষ্ট হওয়া সরকারি সম্পত্তি করদাতাদের পয়সায় তৈরি এবং একটা ক্ষতিগ্রস্ত ট্রেন সারিয়ে ব্যবহারযোগ্য করে তুলতে অনেকগুলি বছর লাগে।
নয়াদিল্লি: সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরুদ্ধে আন্দোলন, বিক্ষোভ, প্রতিবাদের নিশানা হচ্ছে রেল। গত কয়েকদিনে রাজ্যের জেলায় জেলায় জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) ও সিএএ-র বিরুদ্ধে বিক্ষোভ চলাকালে ট্রেনে আগুন ধরানো হয়েছে, স্টেশনে ভাঙচুর, লুঠপাট হয়েছে। নজিরবিহীন হিংসার আগুনে ক্ষতি হয়েছে সরকারি সম্পত্তির। এই পরিস্থিতিতে আজ চরম হুঁশিয়ারি দিলেন রেল প্রতিমন্ত্রী সুরেশ অঙ্গাদি। সংশোধিত নাগরিকত্ব আইন প্রত্যাহারের দাবিতে হিংসার রাস্তায় হেঁটে রেলের সম্পত্তি নষ্ট করা থেকে বিক্ষোভকারীদের বিরত থাকতে বলে তিনি তাদের ‘দেখামাত্র গুলি করা’র নির্দেশ দিয়েছেন।
গত কয়েকদিনের অশান্তি, হিংসায় পশ্চিমবঙ্গ ও আরও কয়েকটি রাজ্যে রেলের সম্পত্তির ক্ষয়ক্ষতি, আর্থিক লোকসানের ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি একজন মন্ত্রী হিসাবে সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও রেল কর্তৃপক্ষকে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলছি, যদি কেউ রেল সহ সরকারি সম্পত্তি ভাঙচুর করে, তবে তাকে দেখামাত্র গুলি করতে হবে। নষ্ট হওয়া সরকারি সম্পত্তি করদাতাদের পয়সায় তৈরি এবং একটা ক্ষতিগ্রস্ত ট্রেন সারিয়ে ব্যবহারযোগ্য করে তুলতে অনেকগুলি বছর লাগে। তিনি আরও বলেন, কেউ বিক্ষোভের সময় পাথর ছুঁড়লে বল্লভভাই পটেলের মতো মতো কঠোর পদক্ষেপ করুন। স্থানীয় লোকজন, কিছু সম্প্রদায় অকারণে দেশের অর্থনীতির স্থিতিশীলতা নষ্ট করতে সমস্যা তৈরি করছে।
এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও দিল্লিতে এক অনুষ্ঠানে জানিয়ে দেন, সরকার নতুন নাগরিকত্ব আইন রূপায়ণে বদ্ধপরিকর। বলেন, বিরোধীদের বলছি, আপনারা রাজনৈতিক ভাবে যত খুশি বিরোধিতা করতে পারেন, কিন্তু মোদি সরকার কঠোর অবস্থান নিয়েছে। যেসব লোকজন এতগুলি বছর ধরে নিজেদের অধিকার থেকে বঞ্চিত হয়েছেন, তাঁরা নাগরিকত্ব পাবেন, আমরা এটা সুনিশ্চিত করবই।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
Advertisement