এক্সপ্লোর
Advertisement
পঞ্জাব সীমান্তে আকাশে পাক ড্রোন ও এফ ১৬ যুদ্ধবিমান, তাড়া করল ভারতের সুখোই ৩০
নয়াদিল্লি: পঞ্জাবের খেমকরণে সীমান্ত লাগোয়া অঞ্চলে সোমবার ভোরে উড়তে দেখা গেল পাকিস্তানের একটি ড্রোন। তার পরই পাকিস্তানের দুটো এফ ১৬ যুদ্ধবিমানকেও সীমান্ত ঘেঁষা অঞ্চলে দেখা যায় বলে ভারতীয় বায়ুসেনা সূত্রে খবর। সঙ্গে সঙ্গেই তাড়া করে ভারতের দুটো সুখোই ৩০ যুদ্ধবিমান। ধাবমান ভারতীয় যুদ্ধবিমান দেখে রণে ভঙ্গ দেয় পাক ড্রোন।
ভারতীয় সেনা সূত্রে জানা গিয়েছে, সোমবার ভোররাত তিনটে নাগাদ সেনা র্যাডারে পঞ্জাব সীমান্তের খুব কাছে পাক এফ-১৬ ফাইটার জেট এবং তার সঙ্গে একটি ড্রোনের সন্দেহজনক উপস্থিতি লক্ষ্য করে সতর্কতা জারি হয়। সেগুলিকে তাড়া করতে আকাশে ওড়ে বায়ুসেনার ফাইটার জেট। বিপদ আঁচ করে তড়িঘড়ি ফিরে যায় পাক ড্রোন ও যুদ্ধবিমান।
গত ১৩ মার্চও ভারতীয় বায়ুসেনার র্যাডারে পুঞ্চ সেক্টরে পাক বিমানবাহিনীর দুটি ফাইটার জেটের উপস্থিতি নজরে পড়েছিল। জেটগুলি নিয়ন্ত্রণরেখার ১০কিমি ভিতরে প্রবেশ করেছিল বলে অভিযোগ। সরকারি সূত্রের দাবি, নিয়ন্ত্রণরেখার কাছে গভীর রাতে ফাইটার জেটের সুপারসোনিক বুম শোনা গিয়েছিল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
জেলার
Advertisement