এক্সপ্লোর
Advertisement
ইন্টারভিউ দিতে যাওয়ার টাকা ছিল না, পাশে দাঁড়িয়েছিলেন শিক্ষক, কৃতজ্ঞতাবশত শেয়ার উপহার ব্যাঙ্ককর্তার
এভাবে কৃতজ্ঞতা প্রকাশের কথা জানাজানি হওয়ার পর থেকেই প্রশংসায় ভেসে যাচ্ছেন বৈদ্যনাথন।
নয়াদিল্লি: আজ তিনি ব্যাঙ্কের সিইও। কিন্তু একটা দিন ছিল যখন টাকার টানাটানি। ইন্টারভিউয়ের খরচ জোগাড় করে উঠতে পারছিলেন না। সেই সময় ৫০০ টাকা দিয়ে সাহায্য করেছিলেন অঙ্কের শিক্ষক গুরদিয়াল স্বরূপ সাইনি। আজ কৃতজ্ঞতা জানাতে সেই অঙ্কের শিক্ষকের হাতে ৩০ লক্ষ টাকার ইক্যুইটি শেয়ার তুলে দিয়েছেন আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের এম ডি তথা সিইও ভি বৈদ্যনাথন।
জীবনের শুরুর দিকের ছোট্ট কাহিনী ফেসবুকে পোস্ট করেছেন বৈদ্যনাথন। সেই পোস্টে তিনি লিখেছেন, বিআইটিএসে ভর্তি হওয়ার পর কাউন্সেলিং ও ইন্টারভিউ দিতে যাওয়ার মতো টাকা তাঁর কাছে ছিল না। সেই সময় তাঁর অঙ্কের শিক্ষক তাঁকে ৫০০ টাকা দিয়ে সাহায্য করেন। বিআইটিএস থেকে ভাল রেজাল্ট করে পাশ করেন তিনি। সেই টাকা ফেরত দেওয়ার জন্য তিনি শিক্ষককে খুঁজেছিলেন। কিন্তু জানতে পারেন, ওই চাকরি ছেড়ে অন্যত্র চলে গিয়েছেন। বহু বছর পর তাঁর এক সহকর্মীর মাধ্যমে তাঁর অঙ্কের শিক্ষকের খোঁজ পান বৈদ্যনাথন। তিনি জানতে পারেন, আগ্রায় রয়েছেন শিক্ষক। তাঁকে ফোন করে কৃতজ্ঞতা জানান বৈদ্যনাথন। কিন্তু এখানেই শেষ নয়। কৃতজ্ঞতা প্রকাশের জন্য অভিনব উপহার দিয়েছেন তিনি। ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, আইডিএফ সি ফার্স্ট ব্যাঙ্ক লিমিটেডের এক লক্ষ ইক্যুইটি শেয়ার যেটা বৈদ্যনাথনের নিজের ছিল, সেটা তিনি তাঁর শিক্ষককে দিয়ে দিয়েছেন।
এভাবে কৃতজ্ঞতা প্রকাশের কথা জানাজানি হওয়ার পর থেকেই প্রশংসায় ভেসে যাচ্ছেন বৈদ্যনাথন। সোশ্যাল মিডিয়ায় কেউ লিখেছেন অসাধারণ, শিক্ষকের প্রতি এ ভাবে শ্রদ্ধা জ্ঞাপন ভাবাই যায় না। এক নেটিজেন লিখেছেন এটাই হচ্ছে গুরু-শিষ্যের আসল সম্পর্ক। যেটা আজকালকার দিনে প্রায় দেখাই যায় না। কেউ আবার লিখেছেন, খুব কম শিক্ষার্থীর সৌভাগ্য হয়ে থাকে, এমন শিক্ষক পাওয়ার, আবার এটাও ঠিক জীবনে সফল হওয়ার পরেও এত বিনম্র, বিনয়ী খুব কম মানুষই থাকেন। উপকার মনে রাখার প্রবণতা যে সত্যিই কমছে। সেখানে বৈদ্যনাথনের মতো মানুষের কৃতজ্ঞতা প্রকাশের এই উদাহরণ অনুপ্রেরণা জোগায় বলেও মনে করছেন অনেকে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
খবর
Advertisement