India Corona Cases:কমল দৈনিক সংক্রমণের সংখ্যা, অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৭৪ দিন পর সর্বনিম্ন
টানা পাঁচদিন দৈনিক আক্রান্তর সংখ্যা ৭০ হাজারের নিচেই রয়েছে।
নয়াদিল্লি: করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশে ধীরে ধীরে কমছে আক্রান্তের সংখ্যা। দেশে করোনা ভাইরাসে অ্যাক্টিভ আক্রান্তর সংখ্যা গত ৭৪ দিনে সবচেয়ে কম হল। টানা পাঁচদিন দৈনিক আক্রান্তর সংখ্যা ৭০ হাজারের নিচেই রয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তর সংখ্যা ৬০,৭৫৩। একদিনের মৃতের সংখ্যা ১,৬৪৭। একদিনে সুস্থ হয়ে উঠেছে ৯৭,৭৪৩ আক্রান্ত। এর আগে বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্তর সংখ্যা ছিল ৬২,৪৮০।
দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৮৫ হাজার ১৩৭ জনের। মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯৮ লক্ষ ২৩ হাজার ৫৪৬। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৭ লক্ষ ৬০ হাজার ০১৯। এখনও পর্যন্ত সুস্থ হয়ে ওঠার সংখ্যা ২ কোটি ৮৬ লক্ষ ৭৮ হাজার ৩৯০।
দৈনিক সুস্থতার সংখ্যা এই নিয়ে পর পর ৩৭ দিন দৈনিক আক্রান্তর সংখ্যার চেয়ে বেশি রয়েছে। সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৬.১৬ শতাংশ। সাপ্তাহিক সুস্থতার হার পাঁচ শতাংশর নিচেই রয়েছে। বর্তমানে সাপ্তাহিক সুস্থতার হার ৩.৫৮ শতাংশ।
এখনও পর্যন্ত দেশে টিকাকরণের সংখ্যা ২৭ কোটি ২৩ লক্ষ ৮৮ হাজার ৭৮৩। দৈনিক পজিটিভিটির হার এখন ২.৯৮ শতাংশ। এই নিয়ে পরপর পাঁচদিন এই হার ৫ শতাংশের নিচে রয়েছে। দৈনিক পরীক্ষার সংখ্যা বেড়ে হয়েছে ৩৮ কোটি ৯২ লক্ষ ৭ হাজার ৬৩৭। গতকাল নমুনা পরীক্ষার সংখ্যা ছিল ১৯ লক্ষ ২ হাজার ০০৯।
দেশে অ্যাক্টিভ আক্রান্তর সংখ্যা ৩ শতাংশেরও কম হয়েছে। করোনা অ্যাক্টিভ আক্রান্তর সংখ্যায় বিশ্বে ভারত তৃতীয় স্থানে রয়েছে। মোট আক্রান্তের সংখ্যায় বিশ্বে দ্বিতীয় স্থানে ভারত। অন্যদিকে, আমেরিকা ও ব্রাজিলের পর বিশ্বে করোনায় বেশি মৃত্যু হয়েছে ভারতে।
মহারাষ্ট্রে শুক্রবার দৈনিক আক্রান্তর সংখ্যা ৯,৭৯৮। সবমিলিয়ে রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫৯,৫৪,৫০৮। একদিনে রাজ্যে মৃতের সংখ্যা ১৯৮। সবমিলিয়ে মহারাষ্ট্রের মৃতের সংখ্যা ১,১৬,৬৭৪। রাজ্যের স্বাস্থ্য বিভাগ এই তথ্য জানিয়েছে।