এক্সপ্লোর
মুম্বই ও দিল্লির নথিভুক্তহীন মৃত্যুর যোগ খতিয়ানে, দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১, ৯০৩
দেশে করোনায় মোট আক্রান্তর সাড়ে ৩ লক্ষ পেরিয়ে গেল।মোট আক্রান্তর সংখ্যা এখন ৩ লক্ষ ৫৪ হাজার ৬৫।

নয়াদিল্লি: করোনায় দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১, ৯০৩। গতকাল মৃতের সংখ্যা ছিল ৯, ৯০০। ২৪ ঘন্টায় কিন্তু মৃতের সংখ্যায় এই লাফ নয়। আগে নথিভুক্ত হয়নি, এমন ১ হাজার ৬৭২ মৃত্যুও যোগ করা হয়েছে খতিয়ানে। মুম্বইয়ের ১ হাজার ৩২৮টি ও দিল্লির ৩৪৪টি নথিভুক্তহীন মৃত্যু যোগ করা হয়েছে মোট সংখ্যায়। নতুন করে দেশে ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৩১ জনের। একদিনে সংক্রমিত হয়েছেন আরও ১০ হাজার ৯৭৪ জন। দেশে করোনায় মোট আক্রান্তর সাড়ে ৩ লক্ষ পার করল। দেশে করোনায় আক্রান্তর সংখ্যা এখন ৩ লক্ষ ৫৪ হাজার ৬৫। সুস্থ হয়ে উঠেছেন প্রায় ১ লক্ষ ৮৭ হাজার জন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















