এক্সপ্লোর
মোদির বিমানের জন্য পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পেয়ে আন্তর্জাতিক মঞ্চে ভারত
আন্তর্জাতিক বাণিজ্য সম্মেলনে যোগ দিতে সৌদি আরব যাবেন মোদি। সেই কারণে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি চায় ভারত।
![মোদির বিমানের জন্য পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পেয়ে আন্তর্জাতিক মঞ্চে ভারত India takes Pakistan to World Body for denying permission to use airspace for PM Modi's flight to Saudi মোদির বিমানের জন্য পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পেয়ে আন্তর্জাতিক মঞ্চে ভারত](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2019/10/28104812/modi.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিমানের জন্য পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পেয়ে আন্তর্জাতিক অসামরিক বিমান পরিবহণ সংস্থার দ্বারস্থ হল ভারত। সূত্রের খবর, ‘আন্তর্জাতিক নিয়ম অনুসারে, কোনও দেশ অন্য দেশের আকাশসীমা ব্যবহারের অনুমতি চাইলে সেই অনুমতি দেওয়া হয়। ভারতও সেই অনুমতি চেয়েছে এবং ভবিষ্যতেও চাইবে। পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পেয়ে আমরা বিষয়টি আন্তর্জাতিক অসামরিক বিমান পরিবহণ সংস্থাকে জানিয়েছি। আন্তর্জাতিক আইন না মানা এবং একতরফা সিদ্ধান্ত নেওয়ার পুরনো অভ্যাস পুনর্বিবেচনা করা উচিত পাকিস্তানের। ভিভিআইপি বিশেষ উড়ানের জন্য আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার, তার নিন্দা করছি আমরা।’
আন্তর্জাতিক বাণিজ্য সম্মেলনে যোগ দিতে সৌদি আরব যাবেন মোদি। সেই কারণে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি চায় ভারত। কিন্তু পাকিস্তানের একটি সংবাদমাধ্যম সূত্রে খবর, পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি রবিবার ঘোষণা করেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিমানের জন্য পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের যে অনুমতি চেয়েছিল নয়াদিল্লি, সেটি নাকচ করে দিয়েছে ইসলামাবাদ। ভারতীয় হাই কমিশনার অজয় বিসারিয়াকে লিখিতভাবে এ কথা জানিয়ে দেওয়া হবে। এরপরেই আন্তর্জাতিক স্তরে বিষয়টি উত্থাপনের সিদ্ধান্ত নিয়েছে ভারত।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)