এক্সপ্লোর
Advertisement
ভারতের অর্থনীতির হাল ভালো নয়, চাহিদা বাড়ানোর দিকে নজর দিতে হবে সরকারকে, বললেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়
ভারতের অর্থনীতি নিয়ে বেশ কিছুদিন ধরেই বিভিন্ন মহলে আশঙ্কার মেঘ ঘনাচ্ছে। মোট অভ্যন্তরীণ উত্পাদন (জিডিপি)-র হারের নিম্নগতি, বিভিন্ন সংস্থার পূর্বাভাসে দেশের অর্থনীতিতে সংকট নিয়ে আশঙ্কা দানা বেঁধেছে। সদ্য নোবেল পুরস্কার জয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ও সতর্ক করে দিয়ে বলেছেন, ভারতের অর্থনীতির অবস্থাও খুব একটা ভালো নয়।
নয়াদিল্লি: ভারতের অর্থনীতি নিয়ে বেশ কিছুদিন ধরেই বিভিন্ন মহলে আশঙ্কার মেঘ ঘনাচ্ছে। মোট অভ্যন্তরীণ উত্পাদন (জিডিপি)-র হারের নিম্নগতি, বিভিন্ন সংস্থার পূর্বাভাসে দেশের অর্থনীতিতে সংকট নিয়ে আশঙ্কা দানা বেঁধেছে। সদ্য নোবেল পুরস্কার জয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ও সতর্ক করে দিয়ে বলেছেন, ভারতের অর্থনীতির অবস্থাও খুব একটা ভালো নয়। এই বেহাল অবস্থা থেকে নিষ্কৃতির উপায় হিসেবে কোষাগার ঘাটতি বা আর্থিক স্থিতিশীলতার থেকে চাহিদা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপের প্রয়োজনীয়তার কথা বলেছেন তিনি।
সোমবার নোবেল পুরস্কার ঘোষণার পর কেমব্রিজে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি (এমআইটি)-তে এক সাংবাদিক বৈঠকে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেছেন, অর্থনীতি যখন টালমাটাল, তখন আর্থিক স্থিতিশীলতা নিয়ে নয়, চাহিদা নিয়েই উদ্বেগ বেশি থাকে। অর্থনীতিতে এখন সবচেয়ে বড় সমস্যা চাহিদা।জিনিসপত্রের বিক্রিবাটা কমে যাওয়াটা ভারতের পক্ষে খুবই উদ্বেগের লক্ষ্মণ।
ভারতের অর্থনীতির হাল নিয়ে নিয়ে প্রশ্নের উত্তর কিছুটা বাংলা ভাষায় দেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। পরে তিনি তা ইংরেজিতে অনুবাদ করে দেন।
অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমার মতে ভারতের অর্থনীতির হাল খুবই খারাপ। ভারতের জাতীয় নমুনা পরিসংখ্যান সমীক্ষার পরিসংখ্যান প্রতি দেড় বছর অন্তর বেরোয়। আর এই পরিসংখ্যানে গ্রাম ও শহরাঞ্চলের গড় বিক্রিবাটার পরিমাণ সম্পর্কে ধারনা পাওয়া যায়। এই পরিসংখ্যান অনুযায়ী,২০১৪-১৫ ও ২০১৭-১৮-র মধ্যে ভারতের গ্রাম ও শহরাঞ্চলে পরিমাণটা কিছুটা কমে গিয়েছে। বহু বহু বছর পর প্রথম এমন ঘটনা ঘটেছে। এটা খুবই উদ্বেগের লক্ষ্মণ।
অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেছেন, এমন একটা পরিস্থিতিতে সরকার ঘাটতি ও আর্থিক স্থিতিশীলতার ওপর মনোনিবেশ করছে, যখন চাহিদা বৃদ্ধির ওপরই নজর থাকা সবচেয়ে বেশি জরুরি।
অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেছেন, সরকারের কোষাগার ঘাটতি বিপুল। কিন্তু বাজেট সংক্রান্ত লক্ষ্যমাত্রা ও আর্থিক লক্ষ্যমাত্রা পূরণ করা যাবে, এমন একটা ভাব করে এখন তারা সকলকে খুশি করার জন্য চেষ্টা করছে।
পরিসংখ্যানের ব্যবহার নিয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের সমালোচনা করেছেন। প্রেসিডেন্সির প্রাক্তনী বলেছেন, অস্বস্তিকর সব পরিসংখ্যানকেই সরকার ভুল বলে থাকে। তা সত্ত্বেও, আমার মনে হয়, কোথাও যে একটা সমস্যা রয়েছে সরকারও সেটা বুঝতে পারছে।
১৯১৩ সালে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পেয়েছিলেন। তারপর থেকে ষষ্ঠ নোবেল প্রাক্তন হলেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, যাঁর কলকাতা-যোগ রয়েছে। এ ব্যাপারে তাঁর প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেছেন, তাঁরা সবাই আমার থেকে অনেক বেশি যোগ্য।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
বিনোদনের
Advertisement