এক্সপ্লোর
Advertisement
নোট বাতিল, জিএসটি-র ফলে ভারতের আর্থিক উন্নতি ধাক্কা খেয়েছে, দাবি রঘুরাম রাজনের
ওয়াশিংটন: নোট বাতিল এবং পণ্য ও পরিষেবা করের (জিএসটি) কারণে ভারতের আর্থিক উন্নয়নের গতি বাধাপ্রাপ্ত হয়েছে বলে দাবি করলেন রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন। তাঁর মতে, বর্তমানে ভারতের আর্থিক উন্নতির হার সাত শতাংশ হলেও, সেটা যথেষ্ট না।
ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে রাজন বলেছেন, ‘ভারতের আর্থিক উন্নতির উপর নোট বাতিল ও জিএসটি-র মতো পরপর দু’টি ধাক্কার মারাত্মক প্রভাব পড়েছে। ২০১৭ সালে বিশ্ব অর্থনীতির উন্নতি হলেও, ভারতের আর্থিক বৃদ্ধি কমে গিয়েছে। কর্মীদের জন্য আর্থিক বৃদ্ধির হার সাত শতাংশ যথেষ্ট নয়। আমাদের কর্মসংস্থান দরকার। তাই আমাদের এই বৃদ্ধির হারে সন্তুষ্ট না হয়ে আরও উন্নতি করতে হবে।’
নোট বাতিলের দ্বিতীয় বর্ষপূর্তিতে এই পদক্ষেপকে সফল বলে দাবি করেন সরকারের কর্তাব্যাক্তিরা। কিন্তু রাজনের মতে, তেলের দাম বাড়ার প্রভাব পড়তে পারে ভারতীয় অর্থনীতির উপর। ব্যাঙ্কগুলির অনুৎপাদক সম্পদের সমস্যা দূর করার জন্য যে পদক্ষেপ করা হচ্ছে, সেটি যথেষ্ট নয় বলেও মন্তব্য করেছেন তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
খবর
ফুটবল
ব্যবসা-বাণিজ্যের
Advertisement