চন্দ্রাভিযানের পর এবার মিশন সূর্য নিয়ে পরিকল্পনা ইসরো-র, নজরে শুক্র-ও
আগামী বর্ষের শুরুতেই সূর্য মিশন আদিত্য-এল ওয়ানের পরিকল্পনা চলছে বলে মহাকাশ গবেষণা সংস্থা সূত্রে খবর।
নয়াদিল্লি: ইসরোর চন্দ্রযান বাহুবলীর সফল উৎক্ষেপণ। সোমবার দুপুরে শ্রীহরিকোটের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র থেকে চাঁদের দক্ষিণ মেরুর উদ্দেশে পাড়ি দিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার বিশেষ রকেট। চাঁদে পৌঁছতে সময় লাগবে ৪৮ দিন। এরই মধ্যে ফের একবার মিশন সূর্য নিয়ে পরিকল্পনার কথা সামনে নিয়ে এল ইসরো। আগামী বর্ষের শুরুতেই সূর্য মিশন আদিত্য-এল ওয়ানের পরিকল্পনা চলছে বলে মহাকাশ গবেষণা সংস্থা সূত্রে খবর।
ইসরো তাদের ওয়েবসাইটে জানিয়েছে, “আলোকমণ্ডলের তাপমাত্রা কীভাবে এতো উত্তপ্ত হয়, সৌর রসায়নে এর উত্তর এখনও অধরা।” গত মাসে ডিপার্টমেন্ট অব স্পেসের সেক্রেটারি কে শিবন একটি সাংবাদিক সম্মেলনে জানিয়েছিলেন, “পৃথিবী থেকে সূর্যের দূরত্ব ১.৫ মিলিয়ন কিলোমিটার। সবসময়ই সূর্যের দিকে তাকিয়ে থাকতে হয় এবং পর্যালোচনা করতে হয় কারণ পরিবেশ পরিবর্তনে এর মারাত্মক প্রভাব রয়েছে।” এই সাংবাদিক সম্মেলনেই তিনি জানিয়েছিলেন, ২০২০ সালের প্রথম ভাগেই সূর্যাভিযানের কথা ভাবা হচ্ছে। একই সঙ্গে বছর দুই-তিনের মধ্যে শুক্র গ্রহতেও রকেট পাঠানোর কথাও ভাবা হচ্ছে বলে জানিয়েছেন কে সিভান।