এক্সপ্লোর
Advertisement
দেখুন: চাঁদের প্রথম ছবি পাঠাল চন্দ্রযান ২
গত ২২ জুলাই, শ্রীহরিকোটা থেকে জিএসএলভি মার্ক ৩ এম১ রকেটে চেপে মহাকাশে পাড়ি দেয় ৩,৮৪০ কেজির চন্দ্রযান ২।
বেঙ্গালুরু: চাঁদের প্রথম ছবি পাঠাল চন্দ্রযান-২। বর্তমানে চাঁদের কক্ষপথে প্রদক্ষিণ করছে চন্দ্রযান-২।
এদিন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর তরফে জানানো হয়, চন্দ্রযান ২-তে লাগানো এল১৪ ক্যামেরা দিয়ে চন্দ্রপৃষ্ঠ থেকে প্রায় ২,৬৫০ কিলোমিটার উচ্চতা থেকে গতকাল ওই ছবি তোলা হয়েছে। এই প্রেক্ষিতে একটি টুইটও প্রকাশ করেছে ইসরো। সেখানে বলা হয়েছে, চন্দ্রযান ২-এর তোলা চাঁদের প্রথম ছবির ঝলক দেখুন। ছবিতে মার ওরিয়েন্টাল অববাহিকা ও অ্যাপোলো জ্বালামুখী স্পষ্ট দেখা যাচ্ছে বলে উল্লেখ করেছে চন্দ্রযান ২।
এর আগে, ৪ তারিখ পৃথিবীর ছবি পাঠিয়েছিল চন্দ্রযান। সেগুলিই ছিল মহাকাশযানের তোলা প্রথম ছবি। সেই সময় পৃথিবীর কক্ষপথে প্রদক্ষিণ করছিল চন্দ্রযান ২। বুধবারই, চাঁদের কক্ষপথে প্রবেশ করে চন্দ্রযান ২। ইসরোর তরফে জানানো হয়, মহাকাশযানের সবকটি যন্ত্র সঠিক কাজ করছে। প্রসঙ্গত, আগামীদিনে চন্দ্রযান ২-তে আরও তিনটি ম্যানুভারিং করা হবে। এরপর, ২ সেপ্টেম্বর অর্বিটারের থেকে ল্যান্ডারের পৃথকীকরণ ঘটবে, এবং তা ৭ সেপ্টেম্বর চাঁদের বুকে অবতরণ করবে। গত ২২ জুলাই, শ্রীহরিকোটা থেকে জিএসএলভি মার্ক ৩ এম১ রকেটে চেপে মহাকাশে পাড়ি দেয় ৩,৮৪০ কেজির চন্দ্রযান ২।Take a look at the first Moon image captured by #Chandrayaan2 #VikramLander taken at a height of about 2650 km from Lunar surface on August 21, 2019.
Mare Orientale basin and Apollo craters are identified in the picture.#ISRO pic.twitter.com/ZEoLnSlATQ — ISRO (@isro) August 22, 2019
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement