এক্সপ্লোর
Live Updates: জেএনইউ-এর উপাচার্যকে সরিয়ে দেওয়ার দাবি মুরলী মনোহর জোশীর

Background
নয়াদিল্লি: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পড়ুয়াদের উপর হামলার তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করল কর্তৃপক্ষ। পড়ুয়াদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানানো হয়েছে।
আজ জেএনইউ-এর উপাচার্য এম জগদীশ কুমার জানিয়েছেন, ‘আমরা পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছি। আমাদের অভ্যন্তরীণ নিরাপত্তা কমিটির সঙ্গে কাজ করবে এই তদন্তকারী দল। ক্যাম্পাসের নিরাপত্তায় কোনও গলদ আছে কি না, সেটি খতিয়ে দেখবে তদন্তকারী দল। পড়ুয়াদের নিরাপত্তা আরও জোরদার করার জন্য প্রয়োজনীয় পরামর্শও দিতে পারেন তদন্তকারীরা। কোথায় নিরাপত্তাব্যবস্থা দুর্বল, কোথায় সিসিটিভি লাগানো দরকার, সেসব দেখবেন তদন্তকারীরা।’
20:44 PM (IST) • 09 Jan 2020
জেএনইউ-এ হিংসার ঘটনা নিয়ে এবার মুখ খুললেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। ‘পাঙ্গা’ ছবির প্রচার উপলক্ষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘জেএনইউ-এ হামলা নিয়ে পড়ুয়াদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। জেএনইউ-এ দুই ধরনের ছাত্র সংগঠন আছে। কলেজে পড়ুয়াদের নিজেদের মধ্যে মারপিট খুব সাধারণ ঘটনা। আমি যখন চণ্ডীগড়ে ছিলাম, তখন মেয়েদের হস্টেলে থাকতাম। সেখানে ছেলেদের হস্টেলও ছিল। সেখানে বিভিন্ন অপরাধ, এমনকী খুনও সাধারণ ঘটনা ছিল। একবার আমাদের হস্টেলে একটি ছেলেকে মারতে এসেছিল কয়েকজন। হস্টেলের ম্যানেজার তাঁর প্রাণ বাঁচান। জেএনইউ-এ দু’পক্ষের লোকজনই জখম হয়েছে। তাহলে কেন এটিকে জাতীয় ইস্যু করা হচ্ছে? গুণ্ডাদের এত গুরুত্ব দেওয়া উচিত নয়। এই ধরনের গুণ্ডারা দেশের সর্বত্র আছে। ওদের পুলিশের হেফাজতে নিয়ে চড় কষালেই দম্ভ দূর হয়ে যাবে।’
19:59 PM (IST) • 09 Jan 2020
Load More
বাংলার সব ব্রেকিং খবর সবার আগে দেখুন এবিপি আনন্দে। বিনোদন, খেলা, করোনা ভ্য়াকসিন সহ অন্যান্য পছন্দের খবরের আপডেট পেতে পড়ুন বাংলার নির্ভরযোগ্য খবরের ওয়েবসাইট, এবিপি আনন্দ। অন্যান্য সম্পর্কিত খবরের জন্য ফলো করুন : এবিপি আনন্দ
New Update
POWERED BY
সেরা শিরোনাম
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















