এক্সপ্লোর
Advertisement
লকডাউনে গরিবদের বিনামূল্যে দুধ বিতরণ করার সিদ্ধান্ত কর্ণাটক সরকারের
লকডাউন চলাকালে গরিবদের বিনামূল্যে দুধ বিতরণ করার কথা ঘোষণা করল কর্ণাটক সরকার। এর ফলে যেমন গরিব দুঃস্থ মানুষ প্রয়োজনীয় পুষ্টি পাবে, তেমনই নষ্ট হবে না রাজ্যের উৎপাদিত দুধও।
কর্ণাটক: লকডাউনের জেরে অমিল নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। আবার বেশ কিছু জায়গায় অধিক উৎপাদনের জন্য নষ্ট হচ্ছে দুধ, সবজির মতো সহজে পচে যাওয়া খাবারগুলি। রোজের খাদ্যসামগ্রী পেতে বেশ বেগ পেতে হচ্ছে দুঃস্থ মানুষদেরও। সব দিক বজায় রাখতে এবার নতুন উদ্যোগ নিল কর্ণাটক সরকার। লকডাউন চলাকালে গরিবদের বিনামূল্যে দুধ বিতরণ করার কথা ঘোষণা করল কর্ণাটক সরকার। এর ফলে যেমন গরিব দুঃস্থ মানুষ প্রয়োজনীয় পুষ্টি পাবে, তেমনই নষ্ট হবে না রাজ্যের উৎপাদিত দুধও।
মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা একটি সাংবাদিক সম্মেলনে বলেন, 'আগামী ১৪ এপ্রিল অবধি গরিবদের বিনামূল্যে দুধ বিতরণ করার কথা ঘোষণা করেছেন সরকার।' কর্ণাটকে প্রতিদিন প্রচুর পরিমাণে দুধ উৎপাদিত হয়। এই দুধ কেবল কর্ণাটক নয়, চালান করা হয় বাইরের রাজ্যেও। এছাড়া বিভিন্ন হোটেল ও ব্যবসায় ব্যাবহার করা হয় প্রচুর দুধ। লকডাউনের ফলে এখন বন্ধ রয়েছে অধিকাংশ ব্যবসা। দুধ বেশীদিন সংরক্ষণ করলে নষ্ট হয় তার গুণাগুণও। এর ফলে রোজ বিপুল পরিমাণ দুধ নষ্ট হচ্ছে কর্ণাটকে। গরিবদের বিনামূল্যে দুধ বিতরণের সরকারের এই সিদ্ধান্তে রক্ষা পাবে দুই দিকই।
লকডাউনের জন্য দুধের উৎপাদন বন্ধ করা সম্ভব না। দুধ বিতরণের সঙ্গে যুক্ত কোম্পানিগুলিকে বাধ্য হয়েই রোজ কৃষকদের কাছ থেকে নিতে হচ্ছে কয়েক লাখ লিটার দুধ। লকডাউনের ফলে বন্ধ যানবাহনও। এর ফলে নিজেদের মতো দুধ বিক্রি করতে পারছেন না কৃষকরা। সব মিলিয়ে রোজ বিপুল পরিমাণ দুধ নষ্ট হচ্ছে। সরকারের এই সিদ্ধান্তে আটকানো যাবে দুধ নষ্ট হওয়ার পরিমানও।
লকডাউনের মধ্যে যাতে কোনওভাবেই অতিপ্রয়োজনীয় দ্রব্য সরবরাহে বাধা না পড়ে সেইজন্য পুলিশকে কড়া নজরদারি করার নির্দেশ দিয়েছেন ইয়েদুরাপ্পা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement