লাদাখে 'ফিঙ্গার ফোর'-এ পৌঁছল ভারতীয় সেনা, পরস্পরের 'চোখে চোখ' দুই বাহিনীর
প্যাংগং লেকের দক্ষিণ প্রান্তে চার পাহাড়ের চূড়া চিনা-কব্জামুক্ত করে পুনর্দখল করেছে ভারতীয় সেনা...
![লাদাখে 'ফিঙ্গার ফোর'-এ পৌঁছল ভারতীয় সেনা, পরস্পরের 'চোখে চোখ' দুই বাহিনীর Ladakh: Indian Army reaches 'Finger Four', two armies stay in 'eyeball-to-eyeball contact' লাদাখে 'ফিঙ্গার ফোর'-এ পৌঁছল ভারতীয় সেনা, পরস্পরের 'চোখে চোখ' দুই বাহিনীর](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/09/10142103/indo-china-standoff-at-pangong-tso-lake.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
লেহ্: পূর্ব লাদাখে নতুন সংঘাতের আবহ ভারত ও চিনের মধ্যে। চিন সীমান্ত লাগোয়া প্যাংগং লেকের ফিঙ্গার ফোর পয়েন্টে পৌঁছল ভারতীয় সেনা। বর্তমানে, এখন দুসেনার মধ্যে "আইবল-টু-আইবল কন্টাক্ট" রয়েছে। অর্থাৎ, একে অপরের একেবারে সামনাসামনি, পরস্পরের চোখে চোখ রেখে দাঁড়িয়ে রয়েছে।
সূত্রের খবর, প্যাংগং লেকের দক্ষিণ প্রান্তে যে চার পাহাড়ের চূড়া চিনা-কব্জামুক্ত করে পুনর্দখল করেছে ভারতীয় সেনা -- সেই গুরঙ্গ হিল, মগর হিল, মুখপরি ও রেচিং লা-য় নিজেদের ছাউনির চারদিকে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ সম্পন্ন হয়েছে। চিনকে একইসঙ্গে এই বার্তা দেওয়া হয়েছে, যদি চিনা সেনা কোনও অবস্থায় এই কাঁটাতার পার করার চেষ্টা করে, তাহলে, তাঁদের সঙ্গে পেশাদার সেনার মতো জবাব দেওয়া হবে।
সূত্রের খবর, পূর্ব লাদাখ সীমান্তের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় প্রায় ৫০ হাজার বাহিনী মোতায়েন করেছে চিন। 'মিরর ডিপ্লোম্যাসি' মোতাবেক ভারতও সেখানে প্রায় সম-পরিমাণ বাহিনী মোতায়েন করেছে।
সীমান্ত সমস্যা মেটাতে দুপক্ষের সেনা ব্রিগেডিয়ার পর্যায়ের একাধিক বৈঠক হওয়া সত্ত্বেও কোনও সুষ্ঠু মীমাংসা বের হয়নি। যে কারণে, শীঘ্রই কোর কমান্ডার স্তরের বৈঠক হওয়ার কথা। অন্যদিকে, আজ বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর চিনের বিদশমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে মস্কোয় বৈঠকে বসবেন
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)