এক্সপ্লোর
Advertisement
লকডাউনের জের, উত্তর ভারতে ২০ বছরে দূষণের মাত্রা সবচেয়ে কম, জানাল নাসা
রাস্তায় গাড়ি চলাচল প্রায় বন্ধ হয়ে যাওয়ায় এবং লোকজন দিনের বেশিরভাগ সময়ই বাড়িতে থাকায় দূষণ কমেছে।
নয়াদিল্লি: করোনা ভাইরাস মোকাবিলায় দেশজুড়ে যে লকডাউন চলছে, তার ফলে পরিবেশ দূষণ উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে। এমনই জানিয়েছে নাসা। রাস্তায় গাড়ি চলাচল প্রায় বন্ধ হয়ে যাওয়ায় এবং লোকজন দিনের বেশিরভাগ সময়ই বাড়িতে থাকায় দূষণ কমেছে। নাসার উপগ্রহ চিত্রে দেখা গিয়েছে, উত্তর ভারতে দূষণ গত ২০ বছরে সর্বনিম্ন।
নাসার মার্শাল স্পেস ফ্লাইট সেন্টারে ইউনিভার্সিটিজ স্পেস রিসার্চ অ্যাসোসিয়েশনের বিজ্ঞানী পবন গুপ্ত জানিয়েছেন, ‘আমরা জানতাম, লকডাউনের সময় বিভিন্ন জায়গায় বায়ুমণ্ডলে পরিবর্তন দেখতে পাব। কিন্তু আমি এর আগে বছরের এই সময় ভারতে গাঙ্গেয় উপত্যকায় দূষণের মাত্রা এত কোনওদিন দেখিনি। লকডাউন শুরু হওয়ার পর প্রথম কয়েকদিন কিছু বোঝা যায়নি। ২৭ মার্চ উত্তর ভারতের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাত হয়। এর ফলে আকাশ পরিষ্কার হয়ে যায়। এরপর থেকেই দূষণের মাত্রা কমে যাওয়ার বিষয়টি বোঝা যায়।’
মার্কিন বিদেশ দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিভাগের কার্যনির্বাহী সচিব অ্যলিস জি ওয়েলশ জানিয়েছেন, ‘২০১৬ থেকে শুরু করে প্রতি বসন্তে নাসা এই ছবি তুলেছে। ভারতের আকাশে ভাসমান ধূলিকণার মাত্রা ২০ বছরে সবচেয়ে কম। ভারত ও বিশ্বের বাকি দেশগুলি ফের যখন একসঙ্গে কাজ করবে এবং ভ্রমণ শুরু হবে, তখন ভুলে গেলে চলবে না, একসঙ্গে কাজ করলে দূষণমুক্ত বাতাস পাওয়া যায়।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আন্তর্জাতিক
খবর
খবর
Advertisement