এক্সপ্লোর
Advertisement
জমিতে হাল করতে গিয়ে ১২.৫৮ ক্যারেট হিরে পেলেন কৃষক
পান্না: জমিতে হাল করতে গিয়ে হিরে পেলেন মধ্যপ্রদেশের পান্না জেলার এক দরিদ্র কৃষক। ১২.৫৮ ক্যারেট এই হিরের বাজার মূল্য আনুমানিক ৩০ লক্ষ টাকা। ওই হিরে নিলামের পর লাখপতি হয়ে যাবেন ওই কৃষক।
জেলা খনিজ ও হীরে আধিকারিক সন্তোষ সিংহ বলেছেন, সারকোহ গ্রামের প্রকাশ কুমার শর্মা নামের ওই কৃষক হাল করার সময় খেত থেকে ১২.৫৮ ক্যারেটের ওই হিরে পেয়েছেন।
সিংহ জানিয়েছেন, নিলামে ওই হিরের দাম ৩০ লক্ষ টাকা হবে বলে অনুমান। যদিও আসল দাম নিলামের পরই জানা যাবে।
কয়েকদিন আগে জেলা খনিজ ও হীরে আধিকারিকের দফতরে ওই হিরেটি জমা দিয়ে গিয়েছেন ওই কৃষক। প্রতি তিন মাস অন্তর নিলাম হয়। পরের নিলামে ওই হিরে রাখা হবে।
সিংহ জানিয়েছেন, নিলামের পর সরকারি রয়্যালটি ও অন্যান্য কর কেটে বাকি অর্থ ওই কৃষককে দেওয়া হবে।
যদিও যে খেত থেকে ওই কৃষক হীরেটি পেয়েছেন, তা কেদারনাথ রাইকওয়ার নামে এক ব্যক্তির। তাঁর কাছ থেকে জমিটি লিজে নিয়েছিলেন প্রকাশ কুমার শর্মা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
বিনোদনের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement