এক্সপ্লোর
Advertisement
মহারাষ্ট্রের সব স্কুলে মারাঠি পড়ানো বাধ্যতামূলক: বিধান পরিষদে পাশ বিল
আজ বিধান পরিষদে বিলটি পাশ হয়ে যাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।
মুম্বই: মহারাষ্ট্রের সব স্কুলে মারাঠি পড়ানো বাধ্যতামূলক করা সংক্রান্ত বিল আজ বিধান পরিষদে সর্বসম্মতিক্রমে পাশ হয়ে গেল। আগামীকাল বিধানসভায় বিলটি পেশ করা হবে। বিধানসভাতেও বিলটি পাশ হয়ে গেলে আইনে পরিণত হবে। এই বিলের আওতায় রয়েছে মহারাষ্ট্রের সব স্কুল। আইন কার্যকর হওয়ার পর কোনও স্কুল মারাঠি ভাষা না পড়ালে এক লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা যেতে পারে বলে উল্লেখ করা হয়েছে বিলে।
সাধারণত রাজ্যের কোনও বিল প্রথমে বিধানসভায় পেশ করা হয়। বিধাসভায় বিলটি পাশ হলে তারপর সেটি বিধান পরিষদে পেশ করা হয়। কিন্তু এক্ষেত্রে বিধান পরিষদের চেয়ারম্যান রামরাজে নায়েক নিম্বলকর প্রথমে বিধান পরিষদে বিলটি পেশ করার অনুমতি দেন মারাঠি ভাষা মন্ত্রী সুভাষ দেশাইকে। আজ বিধান পরিষদে বিলটি পাশ হয়ে যাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
মালদা
শিক্ষা
জেলার
Advertisement