এক্সপ্লোর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
মহাগঠবন্ধন দুর্নীতি, নেতিবাচক মানসিকতা, অস্থিরতার জোট, ওদের আছে টাকার জোর, আমাদের জনশক্তি, ব্রিগেড সমাবেশকে আক্রমণ অব্যাহত মোদির
![মহাগঠবন্ধন দুর্নীতি, নেতিবাচক মানসিকতা, অস্থিরতার জোট, ওদের আছে টাকার জোর, আমাদের জনশক্তি, ব্রিগেড সমাবেশকে আক্রমণ অব্যাহত মোদির Mahagathbandhan an alliance of corruption, negativity: PM মহাগঠবন্ধন দুর্নীতি, নেতিবাচক মানসিকতা, অস্থিরতার জোট, ওদের আছে টাকার জোর, আমাদের জনশক্তি, ব্রিগেড সমাবেশকে আক্রমণ অব্যাহত মোদির](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2018/10/15185908/modi.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মাদগাঁও (গোয়া): ব্রিগেড প্যারেডে বিরোধীদের জোট বাঁধার সমাবেশের পরদিনও আক্রমণ নরেন্দ্র মোদির। আজ গোয়ায় দলীয় কর্মীদের উদ্দেশ্যে বার্তায় তিনি বলেছেন, মহাগঠবন্ধন হল দুর্নীতি, নেতিবাচক মানসিকতা আর অস্থিরতার জোট। গতকাল তিনি বলেছিলেন, দুর্নীতির প্রশ্নে তিনি কঠোর অবস্থান নিয়েছেন বলে কিছু লোক ক্ষুব্ধ। তিনি জনগণের টাকা লুঠ করতে দেননি বলে তারা মহাগঠবন্ধনে সামিল হয়েছেন।
আজ তিনি আরও বলেন, বিরোধীরা ২০১৯ এর ভোটে পরাজয় নিশ্চিত বুঝে অজুহাত খুঁজতে ব্যস্ত, তাই ইভিএমকে কাঠগড়ায় তুলছে।
গতকালের ব্রিগেডের সভায় ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লা মন্তব্য করেন, ইভিএম চোর মেশিন। ব্যালট পেপারে ভোটগ্রহণ ফের চালুর দাবি করেন তিনি। সমাবেশে আরও অনেকে এই দাবি সমর্থন করে বলেন, ইভিএমই যাবতীয় অনিয়মের কেন্দ্র। এদিন প্রধানমন্ত্রী তারই জবাব দিলেন বলে মনে করা হচ্ছে।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে গোয়ায় বুথ স্তরের বিজেপি কর্মীদের সঙ্গে কথা বলেন তিনি।
বিরোধীদের নিশানা করে মোদি আরও মন্তব্য করেন, ওদের ধনশক্তি অর্থাত টাকার জোর আছে আর আমাদের জনশক্তি অর্থাত মানুষের সমর্থন।
পাশাপাশি গোয়ার অসুস্থ মুখ্যমন্ত্রী মনোহর পর্রীকরের দ্রুত আরোগ্য প্রার্থনা করেও প্রধানমন্ত্রী বলেন, উনি আধুনিক গোয়ার রূপকার।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
খবর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)