এক্সপ্লোর
Advertisement
করোনার থেকেও পরিস্থিতি ভয়াবহ, লক্ষ কোটি টাকার ক্ষতি, নবান্ন থেকে বললেন মুখ্যমন্ত্রী
উমপুনে ক্ষয়ক্ষতি লক্ষ-কোটি ছাড়াবে কিনা জানি না। কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন রাজনীতি করবেন না। বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা: মাস ছয়েক আগে বাংলায় তছনছ করে দিয়েছে ঘূর্ণিঝড় বুলবুল। এরপর আঘাত হানল ঘূর্ণিঝড় উমপুন। কোভিড আতঙ্ক তো ছিলই। এই পরিস্থিতিতে কত বড় ক্ষতি হয়ে গেল বলার নয়!দক্ষিণ ও উত্তর ২৪ পরগণা প্রায় ধ্বংস হয়ে গেছে ঝড়ের দাপটে। স্বজন হারিয়েছি মনে হচ্ছে। নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কী কী বললেন তিনি, নজর রাখব --
এলাকার পর এলাকা ধ্বংস। যোগাযোগ বিচ্ছিন্ন।
- প্রশাসন সাধারণ মানুষের সাহায্যে ৫ লক্ষ মানুষকে সরাতে পেরেছি।
- ১৭৩৭ এ এমন ভয়ঙ্কর ঝড় হয়েছিল।
- ওয়ার রুমে বসে আছি আমি। নবান্নয় আমার অফিস কাঁপছে।
- কটা কঠিন পরিস্থিতির যুদ্ধকালীন মোকাবিলা করলাম।
- মাঝরাত অবধি হয়ত ঝঞ্ঝা চলবে।
- নন্দীগ্রাম, রামনগর প্রভৃতি এলাকায় বড় ক্ষতি।
- দঃ ও উত্তর ২৪ পরগণা প্রায় ধ্বংস ঝড়ের দাপটে।
- গাছ পড়ে মানুষ মারা গেছেন।
- মোট ক্ষতি এখনও গণনা করা যায়নি।
- অনেক জায়গায় বিদ্যুৎ নেই, জল নেই।
- পাথরপ্রতিমা, নামখানা, কাকদ্বীপ, কুলতলি, বারুইপুর, সোনারপুর সব জায়গায় ধ্বংসের ছবি।
- রাজারহাট, হাসনাবাদ, সন্দেশখালি, গোসাবা, হাবড়া সব জায়গাই বিপর্যস্ত।
- একদিকে কোভিডের থাবা, অন্যদিকে উমপুনের দাপট...স্বজনহারা পরিস্থিতি মনে হচ্ছে।
- ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ত্রাণ শিবিরের মানুষগুলোকে আগে দেখতে হবে।
- একাধিক ব্রিজ ভেঙে পড়েছে। প্রচুর বাড়ি, নদীবাঁধ ভেঙে গেছে। বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে।
- ৬ মাস আগে বুলবুলের পর বাঁধের মেরামত হয়েছিল, সেই সব নদীবাঁধও ক্ষতিগ্রস্ত হয়েছে।
- উমপুনে ক্ষয়ক্ষতি লক্ষ-কোটি ছাড়াবে কিনা জানি না। কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন রাজনীতি করবেন না।
- মানবিকতার কারণে সাহায্য চাইছি। ত্রাণ শিবির এখনই ছাড়বেন না।
- সকলের সহযোগিতা প্রার্থনা করছি। এখন ধ্বংসের স্তূপের মধ্যে দাঁড়িয়ে আছি।
- ক্ষয়ক্ষতির পর্যালোচনা করা হবে। মানুষের বিপদে পাশে আছি।
- হাওড়া, হুগলিতেও উমপুনের প্রভাব মারাত্মক।
- কাল বিকেলে ক্ষতির প্রাথমিক রিপোর্ট নেওয়া হবে।
- কৃষি, পানীয় জল, স্বাস্থ্য, সেতু, রাস্তার হাল দেখতে হবে। সবই নতুন করে করতে হবে।
- ধ্বংসের হাত থেকে উন্নয়নের যজ্ঞে সামিল হতে হবে। করোনার থেকেও বড় বিপর্যয়।
- রাতে কেউ বাড়ির বাইরে বেরোবেন না।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
বিনোদনের
জেলার
Advertisement