এক্সপ্লোর
ছবি বেচে টাকা নিয়েছি, প্রমাণ করুন মোদিবাবু! বীরভূমে ‘চ্যালেঞ্জ’ মমতার

কলকাতা: নরেন্দ্র মোদিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বিজেপি সভাপতি অমিত শাহের তোলা অভিযোগ প্রমাণ করতে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল পূর্ব মেদিনীপুরের কাঁথিতে আয়োজিত বিজেপির সভায় অমিত শাহ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে বড় শিল্পী বলে কটাক্ষ করে চিটফান্ডের মালিকরা তাঁর আঁকা ছবি কোটি কোটি টাকায় কিনেছেন, তাঁদের টাকা তৃণমূলের তহবিলে জমা পড়েছে বলে চাঞ্চল্যকর অভিযোগ তোলেন। গতকালই এজন্য বিজেপি সভাপতিকে মানহানির নোটিস দেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্য। বলেন, অমিত শাহের তোলা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। পরদিনই স্বয়ং মুখ্যমন্ত্রী সরাসরি প্রধানমন্ত্রীকে জবাবদিহি করতে বলেন। বীরভূমের সভা থেকে তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী প্রমাণ করুন, তিনি ছবি বেচে একটা পয়সাও তুলেছেন! মোদি বাবু, আপনাকে চ্যালেঞ্জ রইল, ছবি বেচে আমার অ্যাকাউন্টে একটি পয়সাও নিয়েছি, প্রমাণ করুন। বর্বরের মতো কথা বলছেন, বিন্দুমাত্র সৌজন্যও নেই আপনাদের।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















