এক্সপ্লোর
দুমকায় চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে খুন
মৃত ব্যক্তির নাম ভোলা হাজরা। পুলিশ সূত্রে খবর, ভোলার বিরুদ্ধে অতীতে একাধিক অপরাধের অভিযোগ ছিল।

দুমকা: ঝাড়খণ্ডে ফের গণপিটুনি। দুমকা জেলার চিহুদিয়ায় চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে মারা হল। মৃত ব্যক্তির নাম ভোলা হাজরা। পুলিশ সূত্রে খবর, ভোলার বিরুদ্ধে অতীতে একাধিক অপরাধের অভিযোগ ছিল। ডাকাতির অভিযোগে সে জেল খেটেছিল। একটি ছিনতাইয়ের মামলায় তাকে খুঁজছিল পঞ্জাব পুলিশ। দুমকার পুলিশ সুপার ওয়াই এস রমেশ জানিয়েছেন, ‘গতকাল রাতে একটি বাড়ি থেকে ভোলা ও তার তিন সঙ্গী পালাচ্ছিল বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। পালানোর সময় তারা চুরি করা জিনিসপত্র ফেলে দেয়। তবে গ্রামবাসীরা তাদের ধরে ফেলেন। গণপিটুনিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ভোলার। বাকিরা কোনওরকমে পালিয়ে যেতে সক্ষম হয়। এই ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে চারজনকে হেফাজতে নেওয়া হয়েছে।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















