এক্সপ্লোর
উর্মিলা মাতন্ডকর সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর মন্তব্য, পুণের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা
ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ (এ) ১ (৪) ও তথ্য-প্রযুক্তি আইনের একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।

পুণে: অভিনেত্রী উর্মিলা মাতন্ডকর সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর মন্তব্য করার অভিযোগে পুণের ৫৭ বছর বয়সি এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হল। ওই ব্যক্তির নাম ধনঞ্জয় কুদতর্কার। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ (এ) ১ (৪) ও তথ্য-প্রযুক্তি আইনের একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। তবে এখনও গ্রেফতার করা হয়নি ধনঞ্জয়কে। সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে মুম্বই উত্তর কেন্দ্রে কংগ্রেস প্রার্থী হন উর্মিলা। তাঁর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর মন্তব্য করার অভিযোগে ধনঞ্জয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিশ্রামবাগ থানার পুলিশ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















