এক্সপ্লোর
দিল্লিতে নামী রেস্তোরাঁর সম্বরে মরা টিকটিকি! দায়ের এফআইআর
রাজধানী দিল্লির ঘটনা। একটি দক্ষিণ ভারতীয় খাবারের রেস্তোঁরায় খেতে গিয়ে আঁতকে উঠলেন এক ব্যক্তি। সম্বরে ভাসছে টিকটিকি!

নয়াদিল্লি: রাজধানী দিল্লির ঘটনা। একটি দক্ষিণ ভারতীয় খাবারের রেস্তোঁরায় খেতে গিয়ে আঁতকে উঠলেন এক ব্যক্তি। সম্বরে ভাসছে টিকটিকি! জানা গেছে, পঙ্কজ আগরওয়াল নামে ওই ব্যক্তি দিল্লির কনট প্লেসে সর্বনা ভবন রেস্তোরাঁয় গিয়েছিলেন বন্ধুদের সঙ্গে। সম্বর দোসা অর্ডার দেন তাঁরা। এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও সামনে এসেছে, তাতে ওই ব্যক্তিকে চামচে একটা মরা টিকটিকি তুলে ধরে থাকতে দেখা গিয়েছে। এ কথা বলাই বাহুল্য, টিকটিকি খুঁজে পাওয়ার আগে তিনি খাবারে কয়েকবার কামড়ও বসিয়েছিলেন। ভিডিওতে ওই ব্যক্তিকে বলতে শোনা গিয়েছে, টিকটিকের শরীরের অর্ধেকটাই তো নেই। অন্যান্য লোকজনকে রেস্তোরাঁর নাম যাতে দেখা যায়, সেজন্য মেনুর ছবি তোলার কথা বলতে শোনা যায়। পঙ্কজের পেটে টিকটিকি গিয়েছে কিনা, তা স্পষ্ট নয়। পঙ্কজ এই ঘটনার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন এবং পুলিশে অভিযোগও দায়ের করেছেন। এই ঘটনায় তদন্ত চলছে বলে জানা গেছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















