এক্সপ্লোর
Advertisement
১১ লাখ টাকার খুচরো নিয়ে বিদ্যুতের বিল দিতে এলেন উত্তর প্রদেশের এই ব্যক্তি
হাথরাসের এক চিলার প্ল্যান্টের বিদ্যুতের বিল বকেয়া ছিল ১১ লাখ টাকা। বিল না মেটানোয় বিদ্যুৎ বিভাগ বিদ্যুৎ সংযোগ কেটে দেয়।
লখনউ: বিদ্যুতের বিল উঠেছে ১১ লাখ টাকা! আর তা শোধ দিতে এসেছেন কাঁড়ি কাঁড়ি খুচরো নিয়ে। উত্তর প্রদেশের হাথরাসে এমনই কাণ্ড ঘটেছে।
হাথরাসের এক চিলার প্ল্যান্টের বিদ্যুতের বিল বকেয়া ছিল ১১ লাখ টাকা। বিল না মেটানোয় বিদ্যুৎ বিভাগ বিদ্যুৎ সংযোগ কেটে দেয়। এরপর ওই চিলার প্ল্যান্ট কর্তৃপক্ষ বিল মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। প্ল্যান্টের লোক ১১ লাখ টাকার খুচরো ঘাড়ে করে পৌঁছে যায় ইলেকট্রিক অফিসে। কিন্তু বেঁকে বসে বিদ্যুৎ বিভাগ। ১১ লাখ টাকার খুচরো নিতে কোনওভাবেই রাজি হয়নি তারা। তাদের বক্তব্য, ব্যাঙ্ক এত টাকার খুচরো নেবে না, সুতরাং তা জমা করা সম্ভব নয়। রেগে মেগে চিলার প্ল্যান্ট কর্তৃপক্ষ বিদ্যুৎ বিভাগকে আইনি নোটিস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
চিলার প্ল্যান্ট ম্যানেজারের দাবি, প্রতিদিন তিনি ওই পরিমাণ খুচরো নিয়ে ইলেকট্রিক অফিস যাচ্ছেন কিন্তু তা জমা নেওয়ার নামই করছে না কেউ। আর এ কারণে বিল এত বেড়ে গিয়েছে। তাঁদের প্ল্যান্টে খুচরোতেই লেনদেন চলে, তিনি নোট আনবেন কোত্থেকে। উল্টোদিকে বিদ্যুৎ বিভাগের বক্তব্য, প্ল্যান্ট ম্যানেজার ১০ লাখ ৯৪ হাজার টাকার খুচরো নিয়ে এসেছেন, তা নিয়ে তাঁরা করবেনটা কী! ব্যাঙ্কও তো এত খুচরো নেবে না। তাই ওই টাকা নিতে অস্বীকার করেছেন তাঁরা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
বাংলা
ব্যবসা-বাণিজ্যের
Advertisement