এক্সপ্লোর
২৩ মে ‘মোদি দিবস’ ঘোষণা করা উচিত, দাবি রামদেবের
২৩ মে এবারের লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হয়। বিজেপি একাই ৩০৩ আসন পেয়েছে।

ফাইল ছবি
হরিদ্বার: বিপুল ভোটে জিতে বিজেপি টানা দ্বিতীয়বার কেন্দ্রে ক্ষমতা দখল করায় ২৩ মে দিনটিকে ‘মোদি দিবস বা জনকল্যাণ দিবস’ হিসেবে ঘোষণা করার দাবি জানালেন যোগগুরু রামদেব। তিনি ২৩ মে-কে ‘ঐতিহাসিক দিন’ হিসেবে বর্ণনা করেছেন। ২৩ মে এবারের লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হয়। বিজেপি একাই ৩০৩ আসন পেয়েছে। কংগ্রেস মাত্র ৫২ আসন পেয়েছে। জওহরলাল নেহরু ও ইন্দিরা গাঁধীর পর দেশের তৃতীয় প্রধানমন্ত্রী হিসেবে টানা দ্বিতীয়বার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরেছেন নরেন্দ্র মোদি। তাঁর এই জয়ে উচ্ছ্বসিত রামদেব।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















