এক্সপ্লোর
নতুন রূপে ইয়ামার, বড় সংস্থার কর্মীদের মধ্যে সহজে যোগাযোগ স্থাপনে নতুন মাত্রা আনতে কমিউনিটিজ
"লাইভ ইভেন্ট" ভিডিও ব্রডকাস্টের মারফত ১০ হাজার জনের কাছে পৌঁছে দেওয়া যেতে পারে ভিডিও-বার্তা। তবে কমিউনিটিজ ইয়ামার অ্যাপের সাহায্যে শুধুমাত্র সংস্থার সদস্যদের কাছেই লাইভ ইভেন্ট পৌঁছতে পারে।

নতুন রূপে বাজারে এল মাইক্রোসফটের টিম অ্যাপ ইয়ামার। এর নতুন নাম কমিউনিটিজ। মাইক্রোসফটের নতুন এই অ্যাপে ব্যবহার হয় মাইক্রোসফট ফ্লুয়েন্ট ডিজাইন। ছবি আপলোড করে কমিউনিটি ব্র্যান্ডিং এর সুযোগ আছে এখানে। সেই সঙ্গে দরকারি কোনও ঘোষণা ‘পিন টু ট্যাব’ করে সবার উপরে রাখা যাবে। "অ্যাট মেনশনস" মেসেজিং সার্ভিস ব্যবহার করে কোনও সংস্থা "পোল" ক্রিয়েট করতে পারে। বিশেষজ্ঞদের কাছ থেকে প্রয়োজনীয় মতামতও নিতে পারা যাবে কমিউনিটিজ অ্যাপের মারফত। মাইক্রোসফট স্ট্রিমিং ভিডিও সার্ভিস ব্যবহার করে ভিডিও ব্রডকাস্টও করা সম্ভব এর মারফত। "লাইভ ইভেন্ট" ভিডিও ব্রডকাস্টের মারফত ১০ হাজার জনের কাছে পৌঁছে দেওয়া যেতে পারে ভিডিও-বার্তা। তবে কমিউনিটিজ ইয়ামার অ্যাপের সাহায্যে শুধুমাত্র সংস্থার সদস্যদের কাছেই লাইভ ইভেন্ট পৌঁছতে পারে। আপাতত ডেস্কটপেই ওয়েব ভার্সনে এই ইয়ামার অ্যাপ খোলা যাবে। তবে সংস্থার তরফে জানানো হয়েছে, খুব শিগগিরিই মোবাইল অ্যাপ ভার্সনও আনা হবে। নতুন এই ইয়ামার অ্যাপ কোনও বড় সংস্থার আভ্যন্তরীণ যোগাযোগ স্থাপনে সাহায্য করবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















