Shopian Encounter: শোপিয়ানে নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াই, নিহত এক জঙ্গি
জম্মু ও কাশ্মীর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহত জঙ্গির নাম এনায়েত আহমেদ দার।
![Shopian Encounter: শোপিয়ানে নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াই, নিহত এক জঙ্গি Militant killed in encounter with security forces in Shopian of Jammu and Kashmir: Officials Shopian Encounter: শোপিয়ানে নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াই, নিহত এক জঙ্গি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/23/a0d29749003daeebc377d300211b0fa9_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
শ্রীনগর: জম্মু ও কাশ্মীরে ফের জঙ্গিদের বিরুদ্ধে অভিযান নিরাপত্তারক্ষীদের। দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান জেলার চিত্রাগাম অঞ্চলে নিরাপত্তারক্ষীদের সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত জঙ্গিদমন অভিযান চলছে। এক জঙ্গি নিহত হয়েছে বলে জানা গিয়েছে। জম্মু ও কাশ্মীর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহত জঙ্গির নাম এনায়েত আহমেদ দার।
গতকাল সন্ধেবেলা শোপিয়ানের চিত্রাগাম অঞ্চলেই জঙ্গি হামলায় আহত হন একজন সাধারণ মানুষ। সেখানেই শুরু হয়েছে সংঘর্ষ।
জম্মু ও কাশ্মীর পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ‘গতকাল রাতে শোপিয়ানের কেশওয়া অঞ্চলে এনায়েত আশরফ দার নামে এক জঙ্গি গুলি চালায়। তারপর গুলিতে এক সাধারণ মানুষ আহত হন। এই জঙ্গি মাদকের চোরাকারবারের সঙ্গেও যুক্ত। তার গুলি চালানোর খবর পেয়ে অভিযানে নামেন নিরাপত্তারক্ষীরা। কেশওয়া অঞ্চল ঘিরে ফেলে জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু হয়। জঙ্গিদের আত্মসমর্পণ করতে বলা হয়। কিন্তু তারা আত্মসমর্পণ করার বদলে গুলি চালাতে শুরু করে। নিরাপত্তারক্ষীদের পাল্টা গুলিতে এক জঙ্গি নিহত হয়। তার কাছ থেকে পিস্তল ও গুলি পাওয়া গিয়েছে। এই বেআইনি আগ্নেয়াস্ত্র নিয়ে সে গ্রামের লোকজনকে ভয় দেখাত বলে জানা গিয়েছে। আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, আহত ব্যক্তির নাম জিবীর হামিদ ভাট। তিনি গুরুতর জখম হয়েছেন। হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।
শোপিয়ানে এর আগেও একাধিকবার নিরাপত্তারক্ষীদের সঙ্গে জঙ্গিদের সংঘর্ষের ঘটনার খবর পাওয়া গিয়েছে। মে মাসে শোপিয়ানের কিনিগামে তিন-চারজন জঙ্গি লুকিয়ে রয়েছে বলে খবর পেয়ে গতকাল রাতে অভিযান চালায় সেনা-পুলিশ ও সিআরপিএফ। জঙ্গিরা গুলি ও গ্রেনেড ছুড়তে শুরু করায় পাল্টা জবাব দেয় বাহিনী। রাতভর গুলির লড়াইয়ে নিহত হয় তিন জঙ্গি। সেনা সূত্রে খবর, জঙ্গিরা সকলেই স্থানীয় আল-বদর জঙ্গি গোষ্ঠীর সদস্য। এর আগে জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলি বিনিময়ে আরও এক জঙ্গি খতম হয়।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)